ডেক্স রিপোর্ট : বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ কামরুল আহসান বিপিএম (বার) বলেছেন, আধুনিক গণতান্ত্রিক বিশ্বে বাংলাদেশ পুলিশ একটি নির্দিস্ট আইনের মধ্যে সীমাবদ্ধ না থেকে জনসাধারণকে নানামুখী সেবা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সেজন্য নিজেদের প্রয়োজনে অন্য সবার আগেই পুলিশকেই প্রথমে কাছে পান জনসাধারণের। আর দ্রæত সময়ের মধ্যে জনসাধারণকে সাথে নিয়ে সমস্যা সমাধান ও মানুষের মন থেকে পুলিশভীতি দূর করার জন্যই সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রম শুরু করা হয়েছে। মাদক-সন্ত্রাস ও জঙ্গিবাদের সাথে যেই জড়িত থাকবেন তাকে আইনের আওতায় আনা হবেই। কোন প্রকার অপরাধের সাথে পুলিশের কেউ জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনা হয়। কারণ পুলিশ কারও প্রভু নয়, জনগণের সেবক মাত্র।
তিনি মঙ্গলবার বিকেলে সিলেটের বিশ্বনাথে থানা কমপ্লেক্স প্রাঙ্গনে থানা পুলিশের উদ্যোগে ‘মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ ও বিরোধ নিষ্পত্তির জন্য আয়োজিত সম্প্রসারিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরোও বলেন, যে কোন বিষয়ে গঠনমূলক সমালোচনা করতে পারেন যে কেউ, তবে গুজব সৃষ্টি থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। গুজবের সাথে জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে। সমাজ, জাতি ও দেশের কল্যাণের জন্য আমাদের সবাইকে ভাই ভাই হিসেবে কাঁধে কাঁধ রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ‘মুজিব বর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার’ বাস্তবায়নে সকলের সার্বিক সহযোগীতা নিয়েই কাজ করতে হবে আমাদেরকে।
সিলেট জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, সহকারী কমিশনার (ভ‚মি) মোহাম্মদ কামরুজ্জামান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর।
বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি মোসাদ্দিক হোসেন সাজুল, সহ-সভাপতি আশিক আলী, সাধারণ সম্পাদক রুহেল উদ্দিন, কোষাধ্যক্ষ আক্তার আহমদ সাহেদ, কার্যনির্বাহী সদস্য কামাল মুন্না, আব্দুস সালাম, সাংবাদিক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ।
উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কার্যনির্বাহী কমিটির সদস্য শাহনুর হোসাইন, জেলা অটোটেম্পু-অটোরিক্সা শ্রমিক জোটের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, আওয়ামী লীগ নেতা তফজ্জুল আলী, নোয়াব আলী, তজম্মুল আলী, উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের মেম্বার জহুর আলী, বাংলাদেশ ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য সিতার মিয়া, বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি শামীম আহমদ, পুরাণ বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মিয়া, দলিল লেখক ফারুক মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আতিকুর রহমান আতিক, বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি রুহেল খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, সহ সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পু, বাঁচা বাসিয়া নদী ঐক্য পরিষদের আহবায়ক ফজল খান।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ছোটন মিয়া ও গীতাপাঠ করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি দেবব্রত চক্রবর্তী এবং স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ওয়াহিদ আলী, সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতী প্রাপ্ত) ইমাম মোহাম্মদ শাদিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) সাইফুল ইসলাম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ নেছার আহমদ, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।