প্রেসবিজ্ঞপ্তি :: সিলেট পবিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক তপন কান্তি ঘোষ বলেছেন, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা কর্মচারিরা বিনা মুল্যে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সেবা দান করছেন। এ বিভাগ ব্যতীত অন্য কোন বিভাগের কর্মকর্তা কর্মচারিরা জনসেবায় এমন কঠিন সাফল্য দেখাতে পারেনি। তৃণমূলের কর্মচারিরা ইপিআই স্যাটেলাইট ক্লিনিক ও উঠান সভার মাধ্যমে এদেশে গণজাগরণ সৃষ্টি করেছে। যে কারনে বাংলাদেশ আজ বিশ্বে অনেক এগিয়ে। এ বিভাগের কর্মীরা শুধু জন্ম নিয়ন্ত্রন করেনা, শিক্ষা স্বাস্থ্য ও মানুষকে জন সম্পদে রুপান্তরিত করেছে। মাতৃমৃত্যু, শিশু মৃত্যু রোধে এ বিভাগের কর্মচারিদের প্রশংসা বিশ্বজুড়ে। কিন্তু যতটুকু কাজ হচ্ছে, ততটুকু প্রচার হচ্ছেনা। তাই সরকারের দেয়া টেব এর কার্য্যক্রম সঠিক ভাবে চালু করার নির্দেশ দেন। তিনি বলেন নিজ বিভাগের কাজ ছাড়াও স্বাস্থ্য বিভাগের কমিউনিটি ক্লিনিক গুচ্ছগ্রাম, ইপিআই কর্মসুচিতে অংশ গ্রহণের মাধ্যমে সাফল্যজনক কর্মের কর্মীরা নজির স্থাপন করেছেন। সকলে মিলে আমরা আমাদের সাফল্যকে অক্ষুন্ন রাখতে বদ্ধ পরিকর।
উপ-পরিচালক আজ (২৫মে) শনিবার ওসমানী নগর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মাসিক পর্যালোচনা সভা ও নবাগত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাছুমা আহমদ লুনা (বিসিএস)কে বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন, মেডিকেল অফিসার এমওএসিএইচ ফাল্গুনী ভট্টাচার্জ। বক্তব্য রাখেন নবাগত অফিসার মাসুমা আহমদ লুনা সহকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মুকিত, পরিবার কল্যাণ পরিদর্শিকা ছবি দত্ত, বীনা পানি নাথ, কমিউনিটি মেডিকেল অফিসার শফিকুর রহমান, পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজিব ভট্টাচার্জ, জয়ন্ত দাশ। অরুণ দেব। শ্যামলী দত্ত, পরিবার কল্যাণ সহকারি নুরজাহান বেগম, সলিতানা বেগম প্রমুখ।