নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে তফসিল ঘোষণার আগে ও পরে কাজ করবে কমিশন : সিইসি

জাতীয় সারাদেশ
শেয়ার করুন

ডাক ডেস্ক : জেলা প্রশাসকদের পক্ষপাতমূলক আচরণ নির্বাচন কমিশনের কাছে প্রত্যাশিত নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের আচরণ দেখতে পেলে ব্যবস্থা নেয়া হবে। সরকারি সফরে গিয়ে, প্রধানমন্ত্রী নৌকার পক্ষে ভোট চাইলে, পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান কাজী হাবিবুল আউয়াল।

১৫ সেপ্টেম্বর জামালপুরে এক অনুষ্ঠানে জেলা প্রশাসকের এমন বক্তব্যে রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনার ঝড় উঠে। এরপর নির্বাচন কমিশন ওই ডিসিকে প্রত্যাহারের সুপারিশ করে মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি দেয়। এরপরই ইমরান আহমেদকে প্রত্যাহার করা হয়। তফসিলের আগে, নির্বাচন কমিশনের এমন সাহসী উদ্যোগের বিষয়ে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।

তিনি জানান, তফসিলে পরে প্রার্থীদের আচরণ দেখবে কমিশন। তবে আগে ডিসিসহ প্রশাসনের উপর নজর রাখতে পারে।

এক পশ্নের জবাবে সিইসি বলেন, প্রধানমন্ত্রী সরকারী সফরে গিয়ে ভোট চাওয়ার বিষয়টি এখনো কেউ ইসির নজরে আনেনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে হয়ে যাওযা সংলাপকে ইতিবাচক বলেও জানান কাজী হাবিবুল আউয়াল।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *