নিজস্ব প্রতিবেদক :: পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীদের নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতির ঘোষনা ও অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মচারীরা।
মঙ্গলবার ২ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে। একইসঙ্গে তারা পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনের ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে বিশ্বনাথ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা।
সময় বক্তরা বলেন, ‘সারাদেশে আমরা ৩৩ হাজার ৭১০ জন কর্মচারি দীর্ঘ ২৬ বছর যাবত একই পদে চাকরি করেও পদোন্নতি না থাকায় আমরা বৈষম্যের শিকার হচ্ছেন। জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা সেবা, শতভাগ দম্পতি নিবন্ধন, বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা প্রদানসহ প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টিসেবা ও টিকাদান কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি। অথচ রাজস্ব খাতে চাকরি থাকা সত্ত্বেও আমাদের কোনো পদোন্নতি নেই।
বক্তরা আরো বলেন, ‘আমাদের চাকরি রাজস্ব খাতভুক্ত হলেও এখনো নিয়োগবিধি নেই। ফলে বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতিসহ চাকরিগত অন্যান্য সুযোগ-সুবিধা থেকে আমরা বঞ্চিত। ‘চাকরিতে যোগদানের পর থেকে এ পর্যন্ত আমরা লিখিত আবেদন, মানববন্ধন, সংবাদ সম্মেলন ও শান্তিপূর্ণ অবস্থানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছি। তবুও নিয়োগবিধি বাস্তবায়ন হয়নি। আমাদের একটাই দাবি নিয়োগবিধি দ্রুত বাস্তবায়ন। দাবি আদায় না হলে ধারাবাহিকভাবে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।
কর্মবিরতি ও অবস্থান কর্মসুচীতে পরিবার পরিকল্পনা পরিদর্শক শাসছুঙ্গামান মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সুলতানা বেগম ও পরিবার কল্যান সহকারি শিরিয়া বেগম।
এসম উপস্থিত ছিলেন, ফাতেমা সোনালী খালেদা চৌ:(FWA), শংকরী রানী চৌধুরী, নীলুফা সুলতানা, ঝর্ণা বেগম, মোছা: তাহমিনা বেগম, খুসবা বেগম, শংকরি রানী চৌ, ঝরনা বেগম, মোছা: তাহমিনা বেগম, রমা রানী মিত্রী, রাহিমা বেগম, সীমা রাণী সরকার, আরতী রানী মালাকার, নূরুচ্ছামা, নূরুননাহার, মোছাঃ সাফিয়া বেগম. শিলা বেগম, জোতি দাস, দিপালী সরকার, তাপসী রানী পাল, বায়হানা বেগম (সামি), সুপুস্পা পাল, মিনতি দাস, দিপিকা রানী মজুমদার, রিপা রানী চন্দ্র, সবিতা রানী চন্দ্র, চামেলী রানী বৈধ্য, জ্যোৎনা রানী চক্রবতি, একেএম শামসুজ্জামান, সজিব এস চৌ, মো জাহির আহমদ, বিউটি হাওলাদার।
