দেশ সেরা ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের বিশ্বনাথ পরিদর্শন

বিশ্বনাথ সিলেট
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশের সেরা ম্যাজিস্ট্রেট ও সিলেটের নবাগত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম মঙ্গলবার (১১ নভেম্বর) বিশ্বনাথ উপজেলা পরিদর্শন করেছেন। পরিদর্শণকালে তিনি ভুমি অফিস, কৃষি অফিস, স্বাস্থ্য কমপ্লেক্সে, সমাজসেবা অফিস, প্রাণী সম্পদ দপ্তরসহ সকল দপ্তর পরিদর্শণ করে বলেন, বিনা কষ্টে মানুষকে যথা সময়ে সেবা প্রদানের নির্দেশ প্রদান করেন। সাম্প্রতিকালে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অভিযোগের সংবাদ জেলা প্রশাসকের কাছে পৌছালে, তিনি সরাসরি হাসপাতাল পরিদর্শণ করেন। পরিদর্শণ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা নিয়ে নানা অভিযোগ রয়েছে। এখানে এসে দেখলাম লোকবল একবারেই কম, মাত্র দুইজন চিকিৎসক দিয়ে তারা সেবা দিচ্ছে। এখানে পরিচ্ছন্নতাকর্মীও নেই, আমি আসার খবর শুনে আজ তারা ভাড়াটে লোক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন। এ স্বাস্থ্য কমপ্লেক্সে আরও অনেক ঘাটতি আছে, সেগুলো পুরণ করার চেষ্ঠা করা হবে। যাতে এলাকার সাধারণ রোগীরা ভালো মানের একটা সেবা পায়।
ইতিপূর্বে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ক্ষতিপয় লোক নানা অভিযোগ করেছিলেন। কিন্তু তিনি কোন অভিযোগ পাননি। জেলা প্রশাসক পরিদর্শণকালীণ সময়েও সাজানো এক দুজনকে নিয়ে হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ দেয়ার চেষ্টা করলেও জেলা প্রশাসক তা আমলে নেননি।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, দখল যেন একটা ঝোঁকে পরিনত হয়েছে। সরকারি অনেক জায়গা দখল করে রেখেছে আমাদের আশেপাশের লোকজন। বিশ্বনাথের বাসিয়া নদী হোক আর সিলেটের যে কোন স্থাপনা হোক, সব জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
জেলাপ্রশাসক আরো বলেন, আমরা সিলেটকে সুন্দর করার পাশাপাশি প্রতিটি উপজেলাকেও সুন্দর করে তুলতে চাই। এ সৌন্দর্য্য আমরাই উপভোগ করবো, তাই আমাদের প্রয়োজনেই সহযোগিতা করতে হবে।
এরআগে দুপুর ১২টায় তিনি বিশ্বনাথ থানা কম্পাউন্ড পরিদর্শন করেন। এরপর বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুরুষ, নারী, শিশু ওয়ার্ডে গিয়ে রোগিদের সাথে কথা বলেন এবং হাসপাতালের এনসিডি কর্নারসহ প্রত্যেকটি বিভাগ হেঁটে হেঁটে পরিদর্শন করেন।
বিকেল ৩টায় উপজেলা হলরুমে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন ও কৃষকদের সাথে মতবিনিময় করেন। পরে, সমাজসেবা, কৃষি, শিক্ষা অফিস ও পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
এরপর বাদ আছর তিনি উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। এসময় বাওনপুর গ্রামের ভূমিহীন ফাহিমা বেগম (৭০) একই গ্রামের আমির আলী (৪২), দশঘর গ্রামের জুবের আহমদ (২৭) ও আনিকা রানী বিশ্বাসকে (ক্ষেতের) জমির দলিল প্রদান করেন।
সন্ধ্যা সাড়ে ৫টায় উপজেলা প্রাণিসম্পদ অফিস পরিদর্শন করেন। এসময় মোহাম্মদ পুরের বান্দিা শায়েফ এগ্রোফার্মের মালিক শায়েফ আহমদ (৪০) ও দেওকলস নোয়াগাঁও গ্রামের বান্দিা শাফাহ ডেইরি ফার্মের মালিক তিশা বেগমকে (৩৮) পানির পাম্প, দুধ রাখার কেনসহ খামারে ব্যবহার উপযোগী প্রযুক্তি প্রদান করা হয়।
প্রসঙ্গত, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম যোগদানের পর বিশ্বনাথ উপজেলায় মঙ্গলবার প্রথমবারের মতো পরিদর্শনে আসেন। তার পরিদর্শনকে কেন্দ্র করে সকাল থেকে পৌরশহর ভিন্নরুপে দেখা যায়। নিত্যদিনের যানজটের এ শহরের রাস্তাঘাট ফাঁকা ও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। প্রতিটি মোড়ে মোড়ে আনসার, গ্রামপুলিশকে দায়িত্ব পালন করতে দেখা যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *