সংবাদ বিজ্ঞপ্তি :: সিলেট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার প্রতীক ছিলেন। সব নির্যাতনের মাঝেও তিনি কখনো ন্যায়ের পথ থেকে সরে যাননি। তার আদর্শ আমাদের আগামীর শক্তি ও অনুপ্রেরণা।
তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ ঐক্যবদ্ধ ও সংগঠিত। তার দূরদর্শী নেতৃত্ব আগামী দিনের বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
লুনা আরও বলেন, আগামী নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। জনগণের ভোটাধিকার নিশ্চিত হলেই গণতন্ত্র ফিরে আসবে। আমরা বিশ্বাস করি, জনগণের রায়ে বিএনপিই আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে।
তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় রোববার ( ১৩ জানুয়ারি) দিনব্যাপী সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি ও দৌলতপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পৃথক ৪টি শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কোনাউরা নোয়াগাঁও এলাকায়, পরে সাতপাড়া ও বিকেলে ভাটিপাড়া এলাকায় স্থানীয় বিএনপির উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়। এর আগে লামাকাজি ইউনিয়নের আনন্দবাজারে শোক সভা অনুষ্ঠিত হয়। পৃথক সভায় সভাপতিত্ব করেন স্থানীয় প্রবীণ বিএনপি নেতা মাসুক মিয়া ও লুৎফুর রহমান।
পৃথক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, যুক্তরাজ্য বিএনপি নেতা জামাল উদ্দিন, আজাদুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন, দৌলতপুর ইউপি চেয়ারম্যান হাফিজ আরব খান, ইউনিয়ন বিএনপি নেতা ইসমাইল খান, আলী বাহার, আকবর আলী, হারুনুর রশীদ, আশিক আলী, কামাল হোসেন, আকমল হোসেন, ক্বারী আব্দুল বাছিত, গোলাম হোসেন মেম্বার, লুৎফুর রহমান মেম্বার, যুবদল নেতা সামসুল ইসলাম, শিহাব উদ্দিন, ওয়াসিম উদ্দিন, খলিলুর রহমান, কামাল আহমদ, কপিল আহমদ,আশিকুর রহমান, ছাত্রদল নেতা শাহিন মিয়া, রাসেল আহমদ, ইমরান আহমদ, সাকিব আহমদ। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। -বিজ্ঞপ্তি
