দক্ষিণ সুরমার পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে যুবদল নেতা নিহত

অপরাধ রাজনীতি সিলেট
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ সুমরা উপজেলার লালাবাজারে পিকেটিং করার সময় পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবদল নেতা গুরুত্বর আহত হন।

হাসপাতালে যাওয়ার পর জিলু আহমদ মারা যান। নিহত দিলু আহমদ জিলু গালাপগঞ্জ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সরকার পতনের আন্দোলনের প্রথম অবরোধের দিনে দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার লালা বাজারে পিকেটিং করছিলেন বিএনপির নেতাকর্মীরা। তারা নাশকতার চেষ্টা করলে পুলিশ তাদেরকে ধাওয়া করে। এসময় মোটরসাইকেলসহ পালাতে গিয়ে শাহ সিকন্দর নামক সড়কে গাছের সাথে ধাক্কা গেলে গুরুত্বর আহত হন ওই দুই যুবদল নেতা। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দুপুরের দিকে জিলু মারা যায়। মঙ্গলবার সকালে লালাবাজারের এই ঘটনা ঘটে।

বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, পুলিশ গাড়ি চাপা দিয়ে জিলুকে হত্যা করেছে। আহত জিলুর সহকর্মী সালাহ উদ্দিন দক্ষিণ সুরমা সিলাম ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির পুলিশ জানিয়েছে, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে জিলুসহ দু’জন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলো। এর মধ্যে জিলু মারা গেছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানিয়েছেন, সকালে পিকেটিং করার সময় পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় একটি মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজন আহত হয়েছিলো। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দুপুরের দিকে জিলু মারা যায়।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *