তারেক রহমানকে নিয়ে কটুক্তি করা লন্ডনি জুলহান এখন বিএনপির সাথে সম্পৃক্ত

বিশ্বনাথ
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করা বিশ্বনাথের সেই লন্ডনি জুলহাস এখন দেশে এসে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করছেন। জুলহাসকে বিএনপির নেতাদের সাথে দেখতে পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নেতাকর্মীরা। এতে করে তৃণমূলের বিএনপি, নেতাকর্মীদের ভেতর ভেতরে নতুন করে উত্তেজনার বিরাজ করেছে। অনেকেই ফেসবুকে জুলহাসকে নিয়ে হাঁসি ঠাট্টা করছেন।

জুলহাস বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের বগিরচক গ্রামের জাহির উদ্দিনের পুত্র।

জুলহাস উদ্দিন লন্ডন প্রবাসী, যিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং সম্প্রতি লন্ডন থেকে দেশে আসার পথে ফেসবুক লাইভে ‘কাবাডি (মারামারি) খেলতে’ নামার ঘোষণা দিয়েছেন।

তৃণমূলের নেতাকর্মীরা জানিয়েছেন, জুলহাস উদ্দিন অতীতে আওয়ামীলীগপন্থি ছিলেন এবং এখন বিএনপির কিছু কর্মকাণ্ডে যুক্ত হওয়ার চেষ্টা চালাচ্ছেন, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। অনতিবিলম্বে এই আ’ওয়ামী দালালকে বিএনপি নেতাকর্মীরা প্রতিহত করবে। আওয়ামী লীগের কোনো দালালের ঠাঁই বিশ্বনাথে হবে না।

জুলহাস ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে তারেক রহমানের কথিত ভোটার আইডি কার্ড শেয়ার করে লিখেছিলেন, ‘বাচ্চাটা ঠিক হলো না’। ‘যেমন মা, তেমন ছেলে,। জন্মের পরিচয় নাই। তার বাবার মতো হইতে পারলো না।’

১৩ আগষ্ট অপর একটি পোস্টে তারেক রহমানের একটি ভিডিও শেয়ার করে লিখেছিলেন ‘শেষ শালা, বিএনপি ডিসমিস, এবার জামায়াত ঠিক করবে, শালা লন্ডন থেকে এসাইলাম লইয়া, বিএনপি তারা জানে তারেক দেশে যাওয়া হবে না। এটা এসাইলাম সিকারস রুলস, মানুষ জাগো।’ উপরোক্ত মন্তব্যে তারেক রহমানের ব্যক্তিগত পরিচয় এবং রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলা হয়, যা তীব্র সমালোচনার সৃষ্টি হয়। বিএনপির বহু নেতা ‘অশোভন, কুরুচিপূর্ণ ও রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে নিন্দা জানিয়েছেন।

এ ব্যাপারে জুলহাস উদ্দিনের কাছে জানতে চাইলে প্রথমে তিনি কোরো মন্তব্য না করে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে এক পর্যায়ে তিনি বলেন, ‘মানুষ নানান সময় নানা বিষয়ে লিখে থাকে। এটা কখন লিখেছিলাম মনে নেই। আমরা যারা প্রবাসী নানা বিষয়ে ঢংডাং করি। বাংলাদেশে শুধু পলিটিক্স হলো সেন্টিমেন্টাল, যেকোনো বিষয়কে সিরিয়াসলি নেওয়া হয়। কিন্তু লন্ডনে রাণীর বিষয়েও ইচ্ছে মতো লেখা যায়।’

বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. মাহবুব আলী জহির বলেন, তারেক রহমানকে নিয়ে কটুক্তি করা কোন ফ্যাসিস্টের বিএনপিতে স্থান হবেনা। এ ধরণের বক্তব্যে যারা জাতীয়তাবাদী রাজনীতি করেন তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমার মনে হয়, তিনি যেই হন না কেনো তার জ্ঞানের কমতি আছে, নতুবা যিনি ১৯ কোটি মানুষকে আগামী দিন নেতৃত্ব দিবেন তাকে নিয়ে এমন কটুক্তি করতে পারতেন না। এ বিষয়টি নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান তিনি।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *