তাঁতিবাজারে বিহঙ্গ বাসে আগুন, আটক-১

অপরাধ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন

ডাক ডেস্ক : রাজধানীর তাঁতিবাজারে বিহঙ্গ বাসে আগুন দিয়েছে বিএনপির দুর্বৃত্তরা। রোববার সকাল ১০ টায় পুরান ঢাকার বংশাল থানার পাশে ও চিত্রা সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর জানা যায়নি।

ঘটনার বর্ণনা দিয়ে বাসের ড্রাইভার রাকিব হোসেন বলেন, বাসে মোট ১০ থেকে ১২ জন জন যাত্রী ছিল। ফুলবাড়িয়া থেকে দুইজন যাত্রী উঠে বাসে। আমরা লুকিং গ্লাসে দেখতে পাই, তাঁতিবাজার মোড়ে আসলে তারা পেট্রল ঢেলে ম্যাচের কাঠি দিয়ে আগুন দেয়। এসময় অন্যান্য যাত্রীরা নেমে যায়। হেলপার আর আমি নেমে তাদের একজনকে ধরে ফেলি। পরে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।

এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানান ডিএমপি লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জাফর হোসেন। তিনি বলেন, ঘটনার সঙ্গে সঙ্গে আমরা খবর পাই। বাসের ড্রাইভার ও হেলপার একজনকে আটক করে। আটককৃত ব্যক্তির নাম রাজু। তিনি ভাঙারি ব্যবসা করেন। রাজু সূত্রাপুর থানা যুবদলের সক্রিয় কর্মী বলে জানা গেছে।

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *