ড. অরূপরতন চৌধুরীর উদ্যোগে বিশ্বনাথের দুটি স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প

বিশ্বনাথ সিলেট
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেটের বিশ্বনাথে উপজেলা লামাকাজী ইউনিয়নের মির্জারগাঁও এবং রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামে শুক্রবার (১৮ আগস্ট) আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী, একুশে পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস)’র প্রতিষ্ঠাতা সভাপতি বীরমুক্তিযোদ্ধা ড. অরূপরতন চৌধুরীর উদ্যোগে এর আয়োজন করা হয়।

পৃথক অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথির বক্তব্যে বীরমুক্তিযোদ্ধা ড. অরূপরতন চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ শুনেই অনুপ্রানিত হয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে ছিলাম। আজও বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে চলি। দীর্ঘদিন ধরে সমাজসেবা করে আসার কারণেই রাষ্ট্রীয় পদক পেয়েছি। আর নিজের এলাকার মানুষের জন্য বড় ধরনের কাজ করার জন্যই সিলেট-২ আসনে নৌকার মনোনয়ন প্রাপ্তির আশা করছি।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বেই বাংলাদেশ আজ বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেল রাষ্ট্রে পরিণত হয়েছে। উন্নয়নের প্রক্রিয়াকে অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের বিজয়ী করে বঙ্গবন্ধু কন্যা শেখা হাসিনা’কে পুনঃরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *