জনতার সহায়তায় চোরাই কাঠসহ বিশ্বনাথের চার চোরকে আটক

অপরাধ বিশ্বনাথ সিলেট
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিশ্বনাথে চোরাই কাঠ ও পিকআপসহ চার চোরকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধা সাড়ে ৬টার দিকে বালাগঞ্জ থানার গহরপুর এলাকা থেকে কাউছার আহমদ (২১) ও শাকিল আহমদ (২৫) নামের দুই চোরকে আটক করা হয়েছে। তাদের তথ্যের ভিত্তিতে অপর দুই সহযোগী ইমরান আলী (২২) ও বাবুল মিয়া (২৩) কে বিশ্বনাথ পৌরসভার কারিকোনা এলাকা থেকে আটক করা হয়।

আসামি কাউসার আহমদ, বিশ্বনাথ পৌরসভার জানাইয়া গ্রামের কালা মিয়ার পুত্র, বাবুল মিয়া, একই গ্রামের মোক্তার আলীর পুত্র, মুফতিরগাঁও গ্রামের ছমির আলীর পুত্র শাকিল আহমদ ও খাজাঞ্চি ইউনিয়নের তবলপুর গ্রামের আব্দুর রহমানের পুত্র ইমরান আলী।

পুলিশ সুত্রে জানাগেছে, গত ১০আগষ্ট পূর্ব চানশির কাপন গ্রামের কাঠ ব্যবসায়ী ওয়াসিম (৫০) এর ৪৫ ফুট কাঠ চুরি হয়। এ ঘটনায় ওয়াসিম আলী বাদী হয়ে বিশ্বনাথ থানায় একটি চুরির মামলা দায়ের করেন, (মামলা নং-৭/২৩ইং)। ১২আগষ্ট বিকেলে জনতার সহায়তায় সংঘবদ্ধ চোরকে আটক করে পুলিশ।

রবিবার সকালে গ্রেফতারকৃত আসামিদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারি এসআই দিপংকর সরকার।

এদিকে বেশ কয়েকদিন যাবৎ বিশ্বনাথে চুরি বৃদ্ধি পেয়েছে। পুলিশের কঠোর অবস্থান না থাকায় চুরি বেড়েছে দাবি ব্যবসায়িদের। যার কারনে যেখানে সেখানে অবাদে চুরি হচ্ছে। এর কোন প্রতিকার পাচ্ছেন না ক্ষতিগ্রস্থরা। চুরি রোধে পুলিশের নিরাপত্তা জোরদার করতে হবে এমটাই দাবি সর্বমহলের।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *