জনগনের দল হচ্ছে বিএনপি : বিশ্বনাথে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে লুনা

বিশ্বনাথ রাজনীতি
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: বিএনপির চেয়ারপাসনের উপদেষ্ঠা ও নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিগত ১৫টি বছর একটি ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল। যারা সবসময় জোর করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে জোর করে ক্ষমতায় থেকে লোটপাটে ব্যাস্ত ছিল। সাধারন মানুষের কথা তারা কখনো ছিন্তা করেনি। কারণ তারা মানুষের কাছে দায়বদ্ধ ছিলনা। আর বিএনপি হচ্ছে জনগণের দল। আমাদের বিএনপির নেতাকর্মীরা অত্যাচার নির্যাতন সহ্য করেও জনগণের পাশে দাড়িয়েছে। তাই আগামীতে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করে জনগণের সেবা করার সুযোগ করে দেয়ার আহবান জানান।

মঙ্গলবার বিকেলে দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর হাসনাজী গ্রামের লন্ডন প্রবাসী তফিকুল ইসলাম, রফিকুল ইসলাম ও নজরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান।

উপজেলা বিএনপির সদস্য জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্বাছ আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপি নেতা জয়নাল মিয়া, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন ও মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোয়েব আহমদ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *