জগন্নাথপুরে পানিতে পড়ে দুই শিশুর করুণ মৃত্যু

সারাদেশ
শেয়ার করুন

ডাক ডেক্স : সুনামগঞ্জের জগন্নাথপুরে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে তিন শিশু নামেন। এর মধ্যে এক শিশু বাঁচলেও অপর ভাইবোন শিশুরা একজনের হাত ধরে আরেকজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের পরিবারে চলছে আহাজারি।

ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামে। হতভাগ্য শিশুরা হলো গন্ধর্বপুর গ্রামের কৃষক নিখিল সরকারের কন্যা নিঝুম সরকার (৬) পুত্র প্রিতম সরকার (৪)। পরিবার সহ স্থানীয়রা জানান, ১৯ আগস্ট শনিবার দুপুরে নিজ পুকুরে গোসল করতে নামে ৮ বছরের শিশু ইন্দ্রজিত, নিঝুম ও প্রিতম। এর মধ্যে ইন্দ্রজিত সাঁতার জানলেও অপর শিশুরা একেবারেই অবুঝ। তাদের মধ্যে ইন্দ্রজিত বাঁচলেও নিঝুম ও প্রিতমের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। যদিও বেঁচে আছে আশায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা.মনিরুজ্জামান শিশুদের মৃত ঘোষণা করেন।

এ সময় কাঁদতে কাঁদতে বেঁচে যাওয়া শিশু ইন্দ্রজিত জানায়, আমি পানিতে ডুব নিয়ে একটু দুরে চলে যাই। তখন তারা ছিল হাঁটু পানিতে। দুরে গিয়ে দেখতে পাই প্রিতম বেশি পানিতে গিয়ে ডুবে যাচ্ছে দেখে নিঝুমও তার হাত ধরে ডুবে যায়। আমি চেষ্টা করেও বাঁচাতে পারিনি। আমার কান্না শোনে বড়রা এসে তাদের উদ্ধার করেন। ততক্ষণে তারা মরে গেছে।

এদিকে-শিশুদের স্বজনদের আহাজারিতে উপস্থিত কারো চোঁখের পানি ধরে রাখতে পারেননি। এমন ফুটফুটে শিশুদের অকাল মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না। এ ঘটনায় উপজেলাজুড়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পানি থেকে শিশুদের বাঁচাতে অভিভবকেরা আরো সচেতন হচ্ছেন।

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *