জগন্নাথপুরের রায়হান সাদিকের ডেনমার্ক যাত্রা

জগন্নাথপুরের রায়হান সাদিকের ডেনমার্ক যাত্রা

জাতীয় বিশ্বনাথ সিলেট
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট কুটনীতিবিদ, ভাটিবাংলার আদর্শ পুরুষ, সুনামগঞ্জের জগন্নাথ উপজেলার ভূরাখালী গ্রামের মরহুম আব্দুস সামাদ আজাদের বংশধর এনামুল হক জিতু’র পুত্র রায়হান সাদিক ডেনমার্ক যাত্রা করেছেন। গত ৬ এপ্রিল বৃহস্পতিবার কাতার এয়ারলাইন্সের একটি বিমানে দুপুর ১১টায় ঢাকা শাহ জালাল (রঃ) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে শুক্রবার (বাংলাদেশ সময়) দুপুর ১১টায় ডেনমার্কের রাজধানী কোপেনহেগে পৌছান। যাত্রাকালে সময় স্বল্পতার জন্য রায়হান সাদিক বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের সাথে দেখা স্বাক্ষাত করতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন।
রায়হান সাদিক বিশ্বনাথের আলোচিত মেধাবী মেয়ে ফারজানা ফিরোজ ইভার স্বামী। ইভা গত বছর ১লা সেপ্টেম্বর উচ্চ শিক্ষার জন্য ডেনমার্কের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। মেধাবী ইভা ছোট বেলা থেকেই বিদেশে গিয়ে ভাল ডিগ্রি অর্জনের মনোভাব নিয়ে লেখাপড়া করে আসছিল। সে পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে মেধার স্বাক্ষর রাখেন। ফারজানা ফিরোজ ইভা বিশ^নাথের সিনিয়র সাংবাদিক, দৈনিক ইত্তেফাকের নিয়মিত কলাম লেখক ও সরকারি চাকুরীজীবি শিরিয়া বেগম দম্পতির একমাত্র কন্যা। রায়হান সাদিক ও ফারজানা ফিরোজ ইভা তাদের শিক্ষক মন্ডলী, আত্মীয় স্বজনসহ সকলের নিকট ভবিষ্যত সাফ্যলের জন্য দোয়া কামনা করেছেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *