শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্ধার হয়েছে ২ কেজি ৩শ’ গ্রাম স্বর্ণের একটি অবৈধ চালান।মধ্যপ্রাচ্যের দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের একটি সিটের নিচে লুকানো অবস্থায় পাওয়া যায় স্বর্ণগুলো।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ অভিযান পরিচালিত হয়। এ ঘটনায় এক যাত্রীকে আটক করা হয়েছে।
এদিকে চারাচালানের সোনা বহনের অভিযোগে বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজটি জব্দ করা হয়েছে।
জাতীয় গোয়েন্দা সংস্থা, বিমানবন্দর নিরাপত্তা শাখা এবং শুল্ক গোয়েন্দা শাখা যৌথভাবে এ অভিযান চালায়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে তল্লাশি চালিয়ে পাওয়া যায় ২০টি স্বর্ণবার, যার ওজন ২ কেজি ৩শ’ গ্রাম। উদ্ধার হওয়া স্বর্ণের বর্তমান বাজারমূল্য প্রায় ২ কোটি ৬০ হাজার টাকা। এগুলো বিমানের সিটের নিচে প্লাস্টিক ট্যাপ দিয়ে বিশেষ কৌশলে লুকায়িত অবস্থায় ছিল।
বিমানবন্দর গণসংযোগ বিভাগ সূত্র জানায়, আটক স্বর্ণগুলো শুল্ক গোয়েন্দা শাখার কাছে হস্তান্তর করা হয়েছ। এগুলো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে। আটক যাত্রীদের বিরুদ্ধে সিএমপির পতেঙ্গা থানায় একটি ফৌজদারি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তের স্বার্থে এ যাত্রীর পরিচয় গোপন রেখেছে গোয়েন্দা সংস্থা।