চট্টগ্রামে করোনায় তিনজনের মৃত্যু

আন্তর্জাতিক ইসলাম জাতীয় বিজ্ঞান রাজনীতি
শেয়ার করুন

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় তিনজন মারা গেছেন। একই সময়ে নতুন করে ১১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ১৩ শতাংশ। শুক্রবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৫৪ হাজার ৫৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৬৩৮ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৮৮ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৪১ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের দুজন নগরের ও একজন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৪৫৩ জন নগরের। বিভিন্ন উপজেলায় মারা গেছেন ১৮৫ জন।

আগের দিন বৃহস্পতিবার চট্টগ্রামে করোনায় তিনজন মারা যান। এদিন ৮১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। ১১৯ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল প্রায় ১৪ দশমিক ৬০ শতাংশ।চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম এক ব্যক্তি মারা যান।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *