ঘুসের অভিযোগে ওসিসহ ৬ পুলিশকে প্রত্যাহার

অপরাধ সারাদেশ
শেয়ার করুন

অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ের ওসি মামুন রহমান ও এএসআই বিপ্লব বড়ুয়াসহ ছয়জনকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে।

সোমবার তাদের থানা থেকে প্রত্যাহার করে হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৩ জুলাই সিলেট থেকে ঢাকাগামী পণ্যবাহী একটি কাভার্ডভ্যান আটক করেন মহাসড়কে কর্তব্যরত টহল পুলিশের সদস্যরা।

তারা অবৈধ পণ্য পরিবহণের অভিযোগ তুলে ওই কাভার্ডভ্যান থেকে ৮০ হাজার টাকা হাতিয়ে নেন। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার করা হয়। এরপর সোমবার ওই থানার ওসিসহ ছয়জনকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপরিদর্শক (এসআই) সজীব মিয়া বলেন, একটা অভিযোগের ভিত্তিতে ছয়জনকে একসঙ্গে প্রত্যাহার করা হয়েছে। সোমবার থেকে আমি দায়িত্ব পালন করছি।

হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের এসপি খাইরুল আলম বলেন, একটি অভিযোগের ভিত্তিতে ওসিসহ ছয়জনকে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা থেকে প্রত্যাহার করে হাইওয়ে পুলিশের কুমিল্লা কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। একজন অতিরিক্ত পুলিশ সুপার অভিযোগের বিষয়ে তদন্ত করছেন। তদন্ত প্রতিবেদনে অপরাধের মাত্রা অনুসারে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সুত্র দৈনিক যুগান্তর


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *