নিজস্ব প্রতিদেবক : বিশ্বনাথের ডাক ২৪ডটকমের সম্পাদক মন্ডলির সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসি মোহাম্মদ মহাব্বত শেখ বলেছেন, খেলাধূলা যেমন শিক্ষার অঙ্গ, তেমনিভাবে তরুণ সমাজের বিনোদনের উল্লেখযোগ্য হাতিয়ারও বটে। তথ্য প্রযুক্তির এ যুগে তরুণ প্রজন্মরা যখন মোবাইল চর্চায় আসক্ত হয়ে শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই গ্রামীণ খেলাধুলা কিছুটা হলেও তরুণরা সুস্থ থাকার পথ প্রশস্ত করছে। দেশে খেলার মাঠের অভাব থাকায় শিশুরা ইচ্ছা থাকা সত্বেও তাদের শরীর চর্চা করতে পারছেনা। নতুন প্রজন্মকে অপরাধ মুক্ত রাখতে যে কোন মুল্যে খেলাধুলা ও খেলার মাঠের ব্যবস্থা করতে হবে।
তিনি গতকাল বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের হাবড়া বাজারে নতুন আবিষ্কৃত রশিটান খেলায় উদ্ভোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। খেলার আয়োজক কমিটির সভাপতি নাজির আহমদের সভাপতিত্বে খেলার উদ্ভোধন করেন, যুক্তরাজ্য প্রবাসি স্বপন শিকদার এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য এএইচএম ফিরোজ আলী। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে রশিটান খেলায় বেশ কয়েকটি টিম অংশ গ্রহণ করে এবং অতিথি