খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সম্পাদক শহীদ আহমদকে দল থেকে বহিস্কারের আল্টিমেটাম

অপরাধ বিশ্বনাথ রাজনীতি
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বিশ্বনাথ উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে কটুক্তির অভিযোগে খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার শহিদ আহমদের বিরুদ্ধে ‘খাজাঞ্চী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন’র ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় খাজাঞ্চী রেলওয়ে স্টেশন বাজারে মিছিল শেষে পথসভা করে তারা। খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুর আলীর পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহঅর্থ সম্পাদক ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সদস্য সফিক মিয়া, ইউনিয়ন যুবদলের ক্রিড়া বিষয়ক সম্পাদক হেলাল আহমদ, সিলেট এমসি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ও খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এমএ রহিম।

‎সভায় বক্তারা বলেন, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বশর মো. ফারুকের বাড়িতে সম্প্রতি অনুষ্ঠিত একটি সভায় বক্তব্য দিতে গিয়ে বিশ্বনাথ উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে কটুক্তি এবং অপপ্রচার করেছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদ আহমদ।

আমরা এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলতে চাই, শহিদ আহমদের কারণে বারবার খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে। এটা আর হতে দেওয়া হবে না। তার এই অপপ্রচারের দাত ভাঙ্গা জবাব দিয়ে প্রতিহত করবে বিএনপি ও অঙ্গ সংগঠন।

‎দল ও দলীয় নেতৃবৃন্দকে নিয়ে কটুক্তি ও অপপ্রচারকারী শহিদ আহমদকে ৭২ ঘন্টার মধ্যে দল থেকে বহিস্কার করতে হবে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *