কানাডায় গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন উইন্ডস’র অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

আন্তর্জাতিক
শেয়ার করুন

প্রতিবেদক :: কানাডার অন্টারিও প্রদেশে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন উইন্ডস’র  আহবায়ক কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষাে রবিবার গেথসেমানে লুথেরান হলে অভিষেক, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসোসিয়েশন’র আহ্বায়ক শামীম আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব ফাহাদ আহমদ তালুকদার, যুগ্ম আহ্বায়ক ফারজানা আক্তার পান্না ও অন্যতম সদস্য শহিদুল কমর চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠান অনুষ্টিত হয়।

‎কানাডার ইন্ডসরে বসবাসরত বৃহত্তর সিলেটের নবগঠিত কমিউনিটির একঝাঁক তরুণ-তরুনী ছাড়াও  সিলেট কমিউনিটি ও বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলন মেলায় পরিনত হয়।

‎সভার প্রথম অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উইন্ডসর ইউনিভার্সিটির অধ্যাপক ও সহযোগী ডিন মোহাম্মদ ফজলে বাকী, বাংলাদেশ-কানাডা এসোসিয়েশন উইন্ডস’র সভাপতি মো. শামীম মমতাজ, সাধারন সম্পাদক  মোহাম্মদ জালাল উদ্দিন, সহসভাপতি ফৌজিয়া বাকি, ইরাম কলিম, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন উইন্ডস’র অন্যতম সমন্বয়ক ছালেহ আহমদ শান্ত,  তিন্নি রায়।

অনুষ্টানে স্বাগত বক্তব্য দেন এসোসিয়েশন’র যুগ্মআহবায়ক মুজিবুর রহমান।

অন্যানয়দের মধ্যে বক্তব্য রাখেন, তৌহিদ আহমেদ, ব্যবসায়ী সাহেদ আহমদ, এসোসিয়েশন’র যুগ্ম আহবায়ক নুহেল নেওয়াজ চৌধুরী, শারমিন আক্তার, আনিসুর রহমান লিটন, সংগঠক ইউনুস আহমেদ, আকমল হোসেন, সাঈদ আহমেদ, এসোসিয়েশনের আহবায়ক কমিটির সদস্য সামিন ইয়াসার জাবেদ, জাহিদুল ইসলাম, পাবক রায় পিয়াল,কামরান আহমদ, শাকিব আহমদ, আজাদ মিয়া, তানভীর আহমদ, সাহেদ আহমদ, আমজাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, আধ্যাতিক নগরী খ্যাত সিলেটের মানুষ তাদের কৃতি-কর্মের মাধ্যমে বহিঃবিশ্বে অনেক সাফল্য ও সুনাম অর্জন করছে। আন্যন্য দেশ যেমন লন্ডন আমেরিকা, ইউরোপের ন্যায় কানাডাতে দিন দিন তারা সাফল্যের দিকে অগ্রসর হচ্ছে বলে মন্তব্য করেন।

‎বক্তারা আরো বলেন, এই এসোসিয়েশন তাদের নিজস্ব কৃষ্টি কালচার আগামী প্রজন্মের কাছে পৌঁছানোর পাশাপাশি সিলেটি কানাডা প্রবাসীদের সুসংগঠিত করবে এবং পরস্পরের প্রতি সার্বিক  সহযোগীতা অব্যহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা এসোসিয়েশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

‎এসময় এসোসিয়েশনের পক্ষ থেকে অতিথিদের হাতে উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

অনুষ্ঠানর দ্বিতীয় অধিবেশনে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন  বিভিন্ন স্থানীয় জনপ্রিয় শিল্পীরা। এছাড়া স্থানীয় নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশন করেন।

তৃতীয় অধিবেশনে ভুরিভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

নুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও কানাডার জাতীয় সংগীত পরিবেশন করা হয়।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *