স্টাফ রির্পোটার : বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের ভয়াবহতায় বাংলাদেশ সরকারও সর্তক অবস্থানে রয়েছেন। করোনা ভাইরাস থেকে বাঁচার উপায় হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবাষির্কী পালনের অনুষ্টান সংকিপ্ত করার পর এবার গুরুত্বপূর্ণ আরেকটি সিন্ধান্ত গ্রহণ করা হয়েছে। সরকারের শিক্ষামন্ত্রী ড. দীপুমনি এক সংবাদ সম্মেলনে মাধ্যমে দেশের সকল শিক্ষা প্রতিষ্টান সহ ৩১ মার্চ পর্যন্ত কোর্চি সেন্টার গুলোও বন্ধ করা হয়েছে।
সোমবার দুপুরে সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপরোক্ত কথা বলেন। দীপু মনি বলেন, শিক্ষার্থীরা যাতে কিছু দিন বাড়িতে অবস্থান করে সেজন্য প্রতিষ্টান বন্ধ ঘোষনা করা হয়। এই বন্ধের সুযোগ নিয়ে অন্য কোথাও যাওয়া যাবে না। শিক্ষা প্রতিষ্টান বন্ধ হওয়ায় ১৮ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্টানে হাম ও রোবেলা ক্যাম্পেইন হওয়ার কথা ছিল তা সম্ভবত হওয়ার আর কোন সুযোগ নেই। প্রথম দফায় ২৯ ফেব্রæয়ারি থেকে হাম রুবেলা ক্যাম্পেইন শুরু করার কথা ছিল। ইতি মধ্যে দেশের সর্বত্র হাম রুবেলা ওষধ সহ সকল সরঞ্জামাদি পৌছে গেছে। কিন্তু শিক্ষা প্রতিষ্টান গুলোতে হাম-রোবেলা কার্যক্রম চালু থাকবে কিনা এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন খবর পাওয়া যায়নি।