ডাক ডেক্স : সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের সাথে পরিচালকের ম্যারাথন বৈঠক শেষ হয়েছে। তবে বৈঠক ফলপ্রসূ হয়নি। কারন তারা নিজেদের নিরাপত্তা আরও জোরদারের দাবিতে আল্টিমেটাম দিয়েছেন। বুধবার ১২টার মধ্যে তাদের দাবি পূরণ হলে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেয়া হবে। অন্যতায় তা চলবে বলে বৈঠক শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে ইন্টার্ন চিকিৎসক পরিষদের নেতৃবৃন্দ জানান।।আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে ইন্টার্ন ডাক্তারদের ডাকা কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহারের বিষয়টি নিয়ে আলোচনায় বসেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম ভুঁইয়া। ব্ঠৈক শেষ হয় বিকেল ৪টার দিকে। বৈঠকে ইন্টার্ন চিকিৎসকরা তাদের বিভিন্ন দাবিদাওয়ার বিষয়টি তুলে ধরেন।
হাসপাতালের পরিচালক তাদের যৌক্তিক দাবি-দাওয়া মেনে নেয়ার আশ্বাস দিলেও আরও দ্রæত নিরাপত্তা ব্যবস্থার দাবিতে সুনির্দিষ্ট ঘোষণা চান ডাক্তাররা। এ অবস্থায় তিন ঘণ্টা আলোচনা শেষে হাসপাতালের পরিচালক বৈঠক সমাপ্ত করে কনফারেন্স হল ত্যাগ করেন।
পরে ডাক্তারদের পক্ষ থেকে নেতৃবৃন্দ গণমাধ্যমের উদ্দেশ্যে বলেন, আগামীকাল দুপুর ১২টার মধ্যে আমাদের দাবি পূরণ হলে কর্মবিরতি প্রত্যাহার করা হবে। অন্যতায় অনির্দিষ্টকাল পর্যন্ত তা চলবে।
উল্লেখ্য, গত ২১ আগস্ট এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তার স্বজনরা হাসপতালের ইন্টার্ন ডাক্তার ও নার্সদের মারধোর করেছেন বলে ডাক্তারদের অভিযোগ। এর প্রতিবাদে তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন।