ওয়ার্ল্ড হেলথ মেডিকেল টিমের বিশ্বনাথ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

জাতীয় বিশ্বনাথ সিলেট স্বাস্থ্য
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অরগেনাইজেশন এর একটি বিশেষ টিম। আজ (২৫আগষ্ট) সোমবার দুপুরে ৩ সদস্যের একটি টিম স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে হাসপাতালের ভুয়সী প্রশংসা করেছে। তারা হাসপাতালের মেন্টাল হেলথ কর্ণার, এনসিডি কর্ণার, গর্ভবতী ও প্রসূতি সেবা, জরায়ু মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম, ল্যাবরেটরি ফেসিলিটি, ইসিজি, আল্ট্রাসনোসহ জরুরী বিভাগ, ইনডোর ও আউটডোর সেবা পরিদর্শন করেন এবং হাসপাতালের সেবার মানের প্রশংসা করে বলেন, ভবিষ্যতে দেশে ও বিদেশে মেন্টাল হেলথ সাপোর্ট দিতে (WHO) সব সময় পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিশ্বনাথ হাসপাতাল থেকে একটি টিম বিদেশে স্বাস্থ্য সেবা ও বিশেষ করে মানসিক চিকিৎসার জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করবেন বলেও জানান তারা।

তারা মেন্টাল কর্ণারে দুজন মানসিক রোগীর সমস্যার কথা শোনেন এবং তাদেরকে কিভাবে সেবা প্রদান করা হবে তা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমনসহ হাসপাতালের ডাক্তার নার্সদের সাথে দীর্ঘ আলোচনা করেন

মেডিকেল টিমের সদস্যরা হলেন, ওয়ার্ল্ড হেলথ অরগেনাইজেশন এর টেকনিক্যাল অ্যাডভাইজার সদর দপ্তরের (WHO) ডা. অ্যালিসন শ্যাফার, (SIMH) (WHO), টেকনিক্যাল অ্যাডভাইজার স্পেশাল ইনিশিয়েটিভ ফর মেন্টাল হেলথ সদর দপ্তরের ডা. স্যান্ডারসান ওনি (WHO), বাংলাদেশের প্রোগ্রাম অফিসার ডা. ইশাকুল কবির (NCD & MENTAL HEALTH, WHO)। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেলোওয়ার হোসেন, ডা. সুর্নিমল বিশ্বাসসহ হাসপাতালে কর্মরত কর্মকর্তাবৃন্দ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *