উন্নয়নের মার্কা নৌকায় ভোট দিন : বিশ্বনাথে শেষ নির্বাচনী জনসভায় শফিক চৌধুরী

বিশ্বনাথ রাজনীতি সারাদেশ সিলেট
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট-২ বিশ্বনাথ-ওসমানীনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রর্তীকের প্রার্থী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, একথা সত্য যে, বিগত ১০বছর বিশ্বনাথ-ওসমানীনগর উপজেলায় শেখ হাসিনা সরকার থাকাবস্থায় উন্নয়ন হয়নি। জোটগত কারনে প্রধানমন্ত্রী আমাকে এই আসনে মনোনয়ন না দেয়ায় অন্য প্রার্থীরা শেখ হাসিনা সরকারের বরাদ্দ পেয়ে উন্নয়ন না করে লূটে পুটে খেয়েছেন। যে কারনে এই দূর্নীতিবাজ প্রার্থীদের প্রত্যাখান করে নৌকার পক্ষের জোয়ার সৃষ্টি হয়েছে। শান্তির প্রর্তীক নৌকায় ভোট দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। এখন নৌকায় ভোট দিয়ে আমরা উন্নত রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা উপভোগ করব। এসময় মুহু মুহু করতালি দিয়ে হাজার হাজার জনতা তাঁকে সমর্থন জানান।
বুধবার বিকেলে বিশ্বনাথ উপজেলা সদরে সর্বশেষ নির্বাচনী জনসভায় নৌকার প্রার্থী শফিকুর রহমান চৌধুরী বক্তব্য রাখছিলেন।

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বিশাল একটি মিছিলে নেতৃত্ব দিয়ে সভাস্থলে যোগদান করেন। আনোয়ারুজ্জামান চৌধুরী তার বক্তব্যে বলেন, আমাদের জেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগত ভাবে স্নেহ করেন। তাঁকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করলে বঞ্চিত ওসমানীনগরের মানুষ তাদের উন্নয়ন পাবে। তাই দলতম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দিয়ে এ অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করবেন।

বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, নাজনীন হোসেন, কার্যনির্বাহী সদস্য এএইচএম ফিরোজ আলী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি হরমুজ আলী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান, জনসংযোগ সম্পাদক রবিন পাল, কার্যনির্বাহী সদস্য কাউন্সিলর সাদিক চৌধুরী ফলিক, আফছর খান সাদিক, শামসাদুর রহমান রাহিন, বার্মিহাম আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সেলিম, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য ডা. নাজরা চৌধুরী, বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আহমদ মতছিন, যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি মোহাম্মদ আলী মজনু, সদস্য মিজানুর রহমান, এনআরবি ব্যাংকের ডাইরেক্টর মনির মিয়া, প্রবাসী মাহবুব মিয়া, রাজু খান, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা।

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ছাত্রলীগ নেতা শেখ মিলাদ আহমদ শাহীন ও গীতাপাঠ করেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য জয়ন্ত আচার্য্য এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি। এসময় অনুষ্ঠানগুলোতে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *