স্টাপরিপোটার : বিশ্বনাথ উপজেলার উত্তর বিশ্বনাথ দ্বি পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও লামাকাজি ইউনিয়নের খাজান্সিগাঁও নিবাসী মোঃ আব্দুল ওয়াহিদ খিজির ইন্তেকাল করেছেন।গতকাল বুধবার দিবাগত রাত তিনটা ত্রিশ মিনিটের সময় তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।বৃহস্পতিবার বেলা দুইটায় খাজান্সিগাঁও ঈদগাহ মাঠে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্হানে দাফন করা হয়।জানাজার নামাযে ইমামতি করেন খাজান্সিগাঁও জামেমসজিদের ইমাম। আব্দুল ওয়াহিদ খিজিরের মৃত্যু সংবাদ শুনে তার আত্মীয়স্বজন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী শেষ বারের মতো এক নজর দেখতে তার বাড়িতে এসে ভীড় জমান।মৃত্যু কালে তার বয়স হয়েছিল পচাঁত্তর বছর।তিনি পাঁচ বোন তিন ভাইয়ের মধ্যে সবচেয়ে বড়।তার পিতা মরহুম হাজী আব্দুল মন্নান ছিলেন একজন বন কর্মকর্তা। তিনি এলাকায় রেঞ্জার হিসাবে পরিচিতি লাভ করেন।মরহুম আব্দুল ওয়াহিদ দীর্ঘ দিন ধরে ডায়বেটিস, হৃদরোগে ভোগছিলেন।
আব্দুল ওয়াহিদ খিজির ১৯৭৭ সালে উত্তর বিশ্বনাথ হাইস্কুলে সহকারী প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন এবং ১৯৭৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে অবসর গ্রহন করেন।আব্দুল ওয়াহিদ খিজির একজন আদর্শবান শিক্ষক ছিলেন।সততা ন্যায়নীতি শৃঙ্খলা বোধ ও মানব সেবায় তিনি ছিলেন অবিচল।কোন লোভ লালসা তার মধ্যে ছিল না।তিনি পিতার মতো একেবারে সাদামাটা জীবনযাপন করেছেন।সংসারে তার এক ছেলে ও এক মেয়ে এবং উনার স্ত্রী রয়েছেন।ছেলে মাহফুজ বর্তমানে ইতালিতে বসবাস করছেন।আদর্শবান শিক্ষক আব্দুল ওয়াহিদ খিজির অবহেলিত এই এলাকায় বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থী এনে শত শত ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ তৈরি করেছেন।এজন্য তিনি অমর হয়ে থাকবেন।আব্দুল ওয়াহিদ একজন পঙ্গু লোক থাকা সত্তে ও রাতের বেলা বাড়ি বাড়ি গিয়ে ছাত্র ছাত্রীরা লেখাপড়া করছে কি না তার খোঁজ খবর নিতেন।গরীব মেধাবী ছেলেমেয়েরা ছিল তার সন্তানের মতো।তিনি কঠোর শৃঙ্খলা মেনে চলতেন।তার আদর্শে গড়া শত শত শিক্ষার্থী দেশ বিদেশে রয়েছেন।
বিভিন্ন মহলের শোক: সিলেট জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য মরহুমের ছাত্র এ এইচ এম ফিরোজ আলী,বর্তমান প্রধান শিক্ষক মোঃ দরবেশ আলী,সৎপুর কামিল মাদ্রসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান,খাজান্সি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শংকর চন্দ্র ধর,প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল ওয়াহিদ খিজিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি ও বেহেশত নসীব কামনা করেন।