ইলিয়াস আলীর মুক্তির দাবিতে বিশ্বনাথে বিএনপির বিক্ষোভ

বিশ্বনাথ রাজনীতি
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য, ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়ার দাবিতে বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল ২টা থেকে পৌরসভার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীকে ফেরত পাওয়ার দাবিতে বিভিন্ন ফেষ্টুন, ব্যানার সহকারে খন্ড খন্ড মিছিল নিয়ে পৌর শহরে বিএনপির দলীয় কার্যালয়ে এসে জড়ো হন। পরে বিকেল ৪টায় বিএনপি দলীয় কার্যালয়ের সামন থেকে শুরু হয় গণমিছিল। মিছিলে যোগদেন হাজার হাজার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় ইলিয়াস আলী ধ্বনিতে মুখরিত হয় গোটা বিশ্বনাথ শহর।

বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) গৌছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিলু মিয়ার পরিচালনায় গণমিছিলে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, উপজেলা বিএনপির সহসভাপতি ডাক্তার মাহবুব আলী জহির, আব্দুল মতিন মেম্বার, যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, জামাল আহমদ, কদর আলী, আসাদুজামান নূর আসাদ, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন মামুন মেম্বার, প্রচার সম্পাদক কয়েস মিয়া, তারেক আহমদ খজির, কয়েস শিকদার, দপ্তর সম্পাদক আমির উদ্দিন মেম্বার, যুব বিষয়ক সম্পাদক নুরুল মিয়া, সহ সম্পাদক সেবুল মিয়া, রুনু মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী লোকমান, আব্দুল মান্নান রিপন, সহ সম্পাদক আব্দুল বাছিত, অর্থ সম্পাদক আব্দুল মান্নান রিপন, স্বেচ্ছা বিষয়ক সম্পাদক ফরিদ আলী, তথ্য সম্পাদক আতিক মিয়া, বিএনপি নেতা আলতাব আলী মেম্বার, জসিম উদ্দিন জুনেদ, সিলেট জেলা স্বেচ্চাসেবক দলের সদস্য হাসান হাফিজুর রহমান টিপু, আশিক মিয়া, বিএনপি নেতা তানিমুল ইসলাম, ইকবাল হোসেন, জাহিদুল ইসলাম, আব্দুল মজিদ মেম্বার, রফিক মেম্বার, আমির আলী, অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিএনপি নেতা দুলাল মিয়া, লামাকাজি ইউনিয়ন বিএনপির সভাপতি সফিক মিয়া, সাধারণ সম্পাদক ফয়জুল হক, সাংগঠনিক সম্পাদক আসকির আলী, খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আবুল বসর মো. ফারুক, সহসভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দস শহিদ মেম্বার, অলংকারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মছব্বির, সাংগঠনিক সম্পাদক চেরাগ আলী, রামপাশা ইউনিয়ন বিএনপি নেতা নেছার আহমদ, আব্দুস সত্তার, আইন উদ্দিন, দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসমাঈল খান, সাধারণ সম্পাদক আলী বাহার, লুৎফুর রহমান, বিশ্বনাথ সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক মিয়া, দেওকলস ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম আহমদ মারুফ, জিল্লুর রহমান, জাকারিয়া শিকদার, ফজলু মিয়া, দশঘর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তখদ্দুছ আলী, হেলাল মিয়া, তজম্মুল আলী, ফজলু মিয়া, আজির উদ্দিন, তাজুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক সামছুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক মুসলিম আলী, আব্দুল লতিফ, নাজিম উদ্দিন, আব্দুল হান্নান বাবুল, পৌর যুবদলের আহবায়ক শাহ আমির, সদস্য সচিব শাহজাহান, যুগ্ম আহবায়ক লিলু মিয়া, কৃষক দলের আহবায়ক ইরন মিয়া মেম্বার, সদস্য সচিব সুমন মিয়া, সদস্য কুদ্দুছ আলী, মিনহাজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোহাম্মদ কাওছার খান, সদস্য সচিব আশিকুর রহমান রানা, সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুজামান, তাজ উদ্দিন আহমদ কিনু, নুরুজামান জামান, সাঈদ আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ দুলাল মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক তসলিম উদ্দিন, আরশ আলী, এম এ গণি, শ্রমিক দলের সাবেক আহবায়ক মনির মিয়া, শ্রমিক দল নেতা সানুর আলী, মংলা মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল, সদস্য সচিব ফাহিম আহমদ, যুগ্ম আহবায়ক মামুন আহমদ, ডালিম আহমদ, সদস্য আব্দুল কাইয়ুম, পৌর ছাত্রদলের আহবায়ক ফখরুল ইসলাম রেজা, সদস্য সচিব জাকির হোসেন ইমন, বিশ্বনাথ ডিগ্রী কলেজে ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান মাহমুদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *