আসামিদের গ্রেফতার না করলে আমাদেরকে খুন করে ফেলবে : বিশ্বনাথে মানববন্ধনে বক্তারা

অপরাধ বিশ্বনাথ
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেকদ : সিলেটের বিশ্বনাথে দিন দুপুরে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে প্রবাসীর গেইট ভাংচুরের ঘটনায় দায়েরী মামলায় আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার দৌলতপুর ইউনিয়নের মৌলভীগাঁও গ্রামের লন্ডন প্রবাসী লেবু মিয়ার ভাংচুরকৃত গেইটের সামনে গ্রামবাসীর এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তরা বলেন, গত ২২সেপ্টেম্বর লেবু মিয়ার রাস্তা নিয়ে বিরোধের জের ধরে একই গ্রামের পাশের বাড়ির প্রতিপক্ষ তোফায়েল, সাইকুল ইসলাম ও জাহেদুল হক ভাড়াটিয়া সন্ত্রাসী এনে দিন দুপুরে গুলি ছোঁড়ে আতঙ্ক সৃষ্টি করে প্রবাসী লেবু মিয়া গেইট ভাংচুর করেন। এঘটনায় প্রবাসীর চাচাতো ভাই জয়নাল আবেদীন নামের একজন বাদি হয়ে ২৫জনের নাম উল্লেখ করে আদালতে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন, (বিশ্বনাথ সিআর মামলা নং-৪৫/২০২৩ইং)। আজও পুলিশ কোন আসামিকে গ্রেফতার করেনি এবং অস্ত্রও উদ্ধার করেনি। আসামিরা এখনও প্রতিরাতে গুলি ছুড়ে। আসামিদের দ্রুত গ্রেফতার না করলে যে কোন সময় খুন খারাবির মত ঘটনা ঘটাতে পারে।

তারা যে কোন সময় যে কাউকে খুন করতে পারে। দীর্ঘদিন ধরে এই মামলার আসামীরা গ্রেফতার না হওয়ায় তারা চরম আতঙ্কের মধ্যে দিনযাপন করছেন। তারা দ্রুত আসামীদের গ্রেফতারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি জানান।

বক্তব্য রাখেন, প্রবাসী লেবু মিয়ার ভাতিজা রাহেদ মিয়া, চাচাতো ভাই সায়েস্তা মিয়া ও লিয়াকত আলী, উপস্থিত ছিলেন, জয়নাল আবেদীন, লায়েক মিয়া, হরুফ আলী, আশরাফ মিয়া, মাহবুবুর রহমান, ময়নুল, জাবের, শানুর, ছালিক, সোহেল, জুবায়ের, হান্নান, ছাদিকুর, আজিজুর, রায়হান, লিয়াকত, আবুবক্কর, মোহাম্মদ আলী, নাদেল, আলী আহমদ, হুসন মিয়া,দিলওয়ার, আরিফ হাসান, আলী হোসেন, আনছার মিয়া ও লুকমান মিয়া’সহ অনেকেই।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *