নিজস্ব প্রতিবেদক :: আমেরিকার দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন বিশ্বনাথ উপজেলার আব্দুল আহাদ (২৪) নামের এক যুবক। রবিবার (২৫ মে) আমেরিকার সময় রাত ৮টার দিকে জারিকা শহরের একটি সড়কে এই ঘটনা ঘটে।
নিহত আব্দুল আহাদ বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের দোহাল গ্রামের শফিক আলীর ছেলে। তার অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। তার পিতা-মাতার কান্নায় ভারী হয়ে উঠছে আকাশ-বাতাস।
সোমবার (২৬ মে) সকালে আমেরিকায় আহাদের দাফন সম্পন্ন হয়।
নিহতের মামা শানুর মিয়া জানান, আব্দুল আহাদ আমেরিকায় স্নাতক ডিগ্রি অর্জন করে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। তার স্বপ্ন ছিল আমেরিকায় একটি নতুন বাসা ক্রয় করা, কিন্তু দুর্বৃত্তদের গুলিতে তার সেই স্বপ্ন পূর্ণ হওয়ার আগেই তার প্রাণ হরণ করা হয়। আহাদের পিতা-মাতাসহ পরিবারটি দীর্ঘদিন ধরে আমেরিকায় বসবাস করে আসছিলেন।
শানুর মিয়া আরও জানান, জারিকা এলাকায় দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে। এর পরিপ্রেক্ষিতে গাড়ি চালকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এবং এ থেকে বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়। এ সংঘর্ষের এক পর্যায়ে গুলিবর্ষণ হয়ে নিহত হন আব্দুল আহাদ ।
তিনি আরও বলেন, প্রথমে আমেরিকা থেকে খবর আসে যে আব্দুল আহাদ দুর্ঘটনায় পড়েছেন, কিন্তু পরবর্তীতে জানা যায় যে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনা শোনার পর থেকে পরিবারসহ সবাই শোকাহত ও স্তব্ধ হয়ে যায়। এমন মর্মান্তিক খবরের জন্য তারা প্রস্তুত ছিলেন না।