আমি কোন দূর্ণীতি বরদাশত করবনা : বিশ্বনাথের পুরানগাঁও গ্রামে এমপি মোকাব্বির

Uncategorized
শেয়ার করুন

আব্দুস সালাম : সিলেট-২ (বিশ্বনাথ ওসমানীনগর) আসনের সংসদ সদস্য মোকাব্বির খান বলেছেন, শেখ হাসিনা সরকার দূর্ণীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। ঘুষ দূর্ণীতির কারনে দেশের উন্নয়ন বাঁধাগ্রস্থ হচ্ছে। উন্নয়নের টাকা লুট পাট করে অখ্যাতরা বিখ্যাত হয়েছেন। আগে এই এলাকায় নির্বাচিত প্রতিনিধি ঘুষ নিয়ে উন্নয়ন করতেন বলে অভিযোগ রয়েছে। আমার কর্মী সমর্থকরা উন্নয়নের নামে কোন দূণীতি করলে আমি ছাড় দেবনা। বিশ্বনাথের রাস্তা ঘাটের করুন অবস্থা দেখে আমি বিস্মিত। সাধারণ মানুষের কথা বলার জন্য নির্বাচিত হয়েছি, মানুষের অধিকারের সাথে আপোষ করবো না।  আমি আপনাদেরকে সাথে নিয়ে সাধ্যনুযায়িউন্নয়নের চেষ্টা করব।  আমি আপনাদের সহযোগিতা চাই। 

(২৭সেপ্টেম্বর১৯ইং) শুক্রবার বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের পুরানগাওঁ গ্রামবাসীকে নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে  উপরোক্ত কথা বলেছেন।সভায় মাওলানা আব্দুল করিমের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহিদ মিয়া। সংগঠক আব্দুর রব সরকারের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান রিপন, ছাত্র বিষয়ক সম্পাদক আসাদুজ্জমান আসাদ। এলাকাবাসীর পক্ষে স্বাগত বক্তব্য রাখেন জয়নাল আবেদীন কুদ্দুস। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারি আখতার হোসেন।

মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য শামীম আহমদ, প্রবীণ মুরব্বি সিরাজ আলী, পুরানগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি আখলিছ আলী সরকার, সাহিত্য সংস্কৃতির বিষয়ক সম্পাদক আজাদুর রহমান, বিএনপির নেতা জসিম উদ্দিন জুনেদ, কলমদর আলী, জয়নাল আবেদীন, যুবদল নেতা কাওছার আহমদ তুলাই, রামপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন, দৌলতপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি জাহিদুল ইসলাম, বিএনপির নেতা কাছা মিয়া, ছাত্রদল নেতা আলাল আহমদ, ইমরান আহমদ সুমন, প্রমুখ। অনুষ্টানের আয়োজক ছিলেন মো: আশিক আলী ও সার্বিক সহযোগিতা করেন, জয়নাল আবেদীন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *