নিজস্ব প্রতিবেদক :: খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার উদ্যোগে কর্মী সমাবেশ ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান আগামিকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্বনাথ পৌরশহরের নতুন বাজারের প্রবাসী চত্বর সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।
খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মাওলানা উবায়দুল হকের সভাপতিত্বে আহমদ মাহফুজ আদনানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক মুফতি আলী হাসান উসামা।
এছাড়াও, অতিথি হিসেবে বক্তব্য রাখবেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল হান্নান, সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা নেহাল আহমদ, আল-ক্বোরআন শিক্ষা পরিষদের মহাপরিচালক ক্বারী সিরাজুল ইসলাম, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, যুক্তরাজ্যের নর্থের জয়েন্ট সেক্রেটারি ও বার্মিংহাম শাখার সভাপতি আ ফ ম শুয়াইব, ইসলামী ছাত্র মজলিস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাকিব মাহমুদ রুমি, সিলেট জেলা শাখার সভাপতি আব্দুর রহমান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী এস এম আমানত উল্লাহ আল-হেলাল।
ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন অনির্বাণের তাহের আব্দুল্লাহ, সিলেটের শেখ এনাম, কাতিব টিভির মাহফুজুর রহমান মারুফ, চেতনা সিলেটের মুর্তুজা বিন আফরোজ, কানাইঘাটের এম আর নোমান, হলি কোরাস নাশিদ ব্র্যান্ডের ইমরান আবির, আলোকিত সুর বিশ্বনাথের শিল্পীগণ, চেতনা সিলেটের আব্দুর রহিম, ওমর মির্জা ও শিশুশিল্পী মাহদি হাসান।