অশ্লীলতায় বাঁধা দেয়ায় বিশ্বনাথে বোমা মেরে একটি পরিবারকে হত্যার চেষ্টা

অপরাধ বিশ্বনাথ
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের  পিটাকরা গ্রামে একটি নিরীহ পরিবারের উপর গভীর রাতে বোমা হামলা করে একদল সন্তাসী। পরিবারের লোকজন অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও ঘরের টিনের চাল উড়ে যায়। গত ৩ মার্চ গভীর রাতে মৃত সিকন্দর আলীর পুত্র আলকাছ আলীর বাড়ীতে বোমা হামলার ঘটনা ঘটে। আলকাছ আলীর ঘরের দক্ষিনে হযরত শাহজালাল (র:) ৩৬০ আউলিয়ার মাজার শরীফ রয়েছে। গ্রামের কতিপয় প্রভাবশালী লোক মাজারটি তাদের পু্র্ব পুরুষের দাবী করে প্র্তি বছর মাজারে অশ্লীল নাচ গান জুয়া মদ গানের আসর বসিয়ে টাকা রোজগার করেন। কিন্তু রেকড ও যাবতীয় কাগজ পত্রে মাজারটি মৃত সিকন্দর আলীর পুর্ব পুরুষের। এই মাজারের বিশ কিছু ভূমি জোর পূর্বক দখল করতে সিকন্দর আলীর পুত্র মাওলানা ইলিয়াস হুমাইদি ও আলকাছ আলীকে গ্রাম ছাড়া করতে মরিয়া হয়ে ওঠে গ্রামের জামাত বিএনপির আক্তার হোসেন ও মাহমদ আলীর নেতৃত্ব একটি সন্তাসী দল। ৩ মার্চ রাতে আলকাছ আলীর ঘরের দরজার সামনে পর পর দুটি বোমার বিস্ফোরন ঘটলে সমগ্র এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। তখন গ্রামের শতাধিক লোক এসে ঘটনা দেখেন এবং বিস্ফোরিত বোমার খোসা আলকাছ আলীর নিকট রাখেন। ৯৯৯নাম্বারে ফোন করলে পুলশি ঘটনাস্হলে না গিয়ে বোমা হামলাকারীদের বাড়ীতে গিয়ে দেখা করে আসে। বোমা হামলার ঘটনা আলকাছ আলীর এক মেয়ে ভিডিও রেকড করেছে জানতে পেরে পরদিন আক্তার হোসেন, মাহমদ আলীসহ সন্তসীরা ঘরের মহিলাদের বেধড়ক মারপিট করে মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। চলতি বছর জানুয়ারী মাসে একরাতে আলকাছ আলীর বাড়ীতেও বারটি ককটেল ফোটানো হয়েছিল। পুলিশ বিষয়টি জেনেও না জানার ভান করছে। আক্তার হোসেনের পরিবারে ২৬জন লোক প্রবাসী। তাই সকলকে ম্যানেজ করতে কোন সমস্যা হয়না। কান্নায় ভেঙ্গে পড়ে সাংবাদিকদের এমন বক্তব্য দেন দিন মজুর আলকাল আলী ও তার স্কুল-কলেজ পড়ুয়া মেয়েরা। এ ঘটনায় আলকাছ আলী বিশ্বনাথ থানায় কয়েকজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দিয়েছেল।

বিশ্বনাথ থানার ওসি রমা প্রসাদ বলেছেন , বোমা হামলার ঘটনা জানেন না। তবে বিরোধ পুরানো। তবুও বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *