হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স না দেয়ায়, মায়ের কোলেই ছেলের মৃত্যু

Uncategorized
শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি

হাসপাতালে তিনটি অ্যাম্বুলেন্স দাঁড়িয়েছিল, তবু ও গরীব রোগীর ভাগ্যে জুটলো না একটি
অ্যাম্বুলেন্স । উপায়ন্তর না দেখে অসুস্থ ছেলেকে কোলে নিয়ে হেঁটেই রওয়ানা দেন মা। কিন্তু গন্তব্যে পৌঁছার আগেই মায়ের কোলে মারা যায় ছেলেটি।

মৃত ছেলেটির বাবা সংবাদমাধ্যমকে বলেন, প্রচণ্ড জ্বরের কারণে ছেলেকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু চিকিৎসকরা বলেন, তাকে অন্যে কোথাও নিয়ে যেতে। অন্য হাসপাতালে নিতে আমরা গাড়ি চাইলে তারা তাতে রাজি হয়নি। অথচ, হাসপাতাল প্রাঙ্গণে সে সময় তিনটি অ্যাম্বুলেন্স দাঁড়িয়েছিল।

তাদের কাছে পর্যাপ্ত টাকা না থাকায় মুমূর্ষু ছেলেকে নিয়ে হেঁটেই রওয়ানা দেন তারা। এ অবস্থায় ছেলেটি পথেই মারা যায় বলে জানিয়েছে তার মা।
যদিও, চিকিৎসকরা ওই দম্পতির অভিযোগ অস্বীকার করেছেন।


হাসপাতালটির ইমার্জেন্সি মেডিকেল অফিসার অনুরাগ পরশার বলেন, রাত ৮টার দিকে আফরোজ নামে এক শিশুকে হাসপাতালে আনা হয়। শারীরিক অবস্থা বেশি খারাপ হওয়ায়, আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্ণৌ নিয়ে যেতে বলি। কিন্তু আমাদের কথা না শুনে তারা, ‘ছেলেকে যেখানে খুশি নিয়ে যাবো’ বলতে বলতে বেরিয়ে যান।

ঘটনাটি সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের শাহজাহানপুরে ঘটেছে।



শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *