বিশ্বনাথ প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট-২ আসনের ৩ উপজেলার প্রায় শতাধিক মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী’র ব্যক্তিগত উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও ঈদের উপহার সামগ্রী বিতরন করা হয়।
(৩ জুন) সোমবার সকালে সওজের ডাক বাংলা প্রাঙ্গনে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে শফিকুর রহমান চৌধুরী বলেন, মুক্তিযোদ্ধারা হচ্ছেন জাতির সূর্য সন্তান। আর কোন কিছুর মাধ্যমেই তাঁদের ঋন পরিশোধ করা যাবে না। তবু আমরা নিজেদের অবস্থান থেকে চেষ্ঠা করি জাতির বীর সন্তানদেরকে তাঁদের প্রাপ্য সম্মান প্রদান করার।
আর এরই ধারাবাহিকতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে সরকার গঠনের পর থেকেই জাতির সূর্য সন্তানদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হচ্ছে এবং বৃদ্ধি করা হয়েছে তাঁদের সম্মাননা। মুক্তিযোদ্ধাদের কল্যাণে আওয়ামী লীগ সরকার কাজ করে যাবে ও দেশের সার্বিক উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়িত হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের উপ-সচিব আবদুল ওয়াদুদু, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন উপজেলার দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আরিফ উল্লাহ সিতাব ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ওয়াহিদ আলী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার রনজিৎ ধরর রন মেম্বার, সাবেক ডেপুটি কমান্ডার আজিজুর রহমান, উপজেলার হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, প্রচার সম্পাদক নিখিল পাল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী, আওয়ামী লীগ নেতা সুফি সামছুল ইসলাম, আবদুল মোমিন, হাজী হিরা মিয়া, তফজ্জুল আলী, দেলোয়ার হোসেন রুপন,
জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম কবির, উপজেলা যুবলীগ নেতা আবদুল হক, জাবেদ আহমদ, শহিদ খান আতা, আবদাল মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা নিজাম উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সুহেল আহমদ মুন্না, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ জয়, ছাত্রলীগ নেতা শামীম আহমদ প্রমুখসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী এবং বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।