সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভির শোক প্রকাশ করেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু শংকর চন্দ ধর।
শোক বার্তায় তিনি বলেন, বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে সিলেট শোকে যেন স্তব্ধ হয়ে পড়েছে। মাথায় সাদা টুপি, মুখে কালো গোঁফ কামরান থাকতেন সদা হাস্যোজ্জ্বল। কখনো চোখে সাদা চশমা পড়া লোকটি ছিলেন সিলেটের মানুষের নয়নমণি।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।
তাঁর মৃত্যুর খবর সিলেটে পৌঁছানোর পর আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে আজই তাঁর মরদেহ সিলেটে নিয়ে আসা হচ্ছে। তবে স্বাস্থ্যবিধি মেনে তাঁর জানাজার আনুষ্ঠানিকতায় লোকসমাগম সীমিত রাখা হবে বলে জানা গেছে।
প্রসঙ্গত, রোববার (১৪ জুন) দিনগত রাত পৌনে ৩টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বদর উদ্দিন আহমদ কামরান। এর আগে গত ৫ জুন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে কামরানের শরীরে করোনা ভাইরাসের শনাক্ত হয়।
সিলেট সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র বদর উদ্দিন আহমদ কামরান দুই মেয়াদে মেয়র নির্বাচিত হয়ে ২০০৩ হতে ২০১৩ পর্যন্ত দায়িত্ব পালন করেন।