নিজস্ব প্রতিবেদক : জাতীর পার্টির সাবেক কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে এক মাস কারাবাসের পর তিনি জামিন লাভ করেন।
গত ১২ নভেম্বর, র্যাব-১ ও র্যাব-৯ এর যৌথ অভিযানে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ইয়াহিয়া চৌধুরী বুধবার বিকেলে জামিনে মুক্তি পেয়েছেন। তিনি সিলেটের কোতোয়ালি মডেল থানায় এবং ঢাকার দুটি মামলায় গ্রেফতার হন এবং জামিন লাভ করেন।
উল্লেখ্য, ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ইয়াহিয়া চৌধুরী। সে সময় তিনি পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তবে, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি গণফোরামের প্রার্থী মোকাব্বির খানের কাছে পরাজিত হন।