স্টাফ রিপোর্টার : সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রতিবন্ধি বান্ধব সরকার। একজন প্রধানমন্ত্রী হয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে গরিব অসহায় দু:খি মানুষ, এমনকি প্রতিবন্ধিদের খুজে খুজে বের করে সমাজের মূল অংশে এনে তাদেরকে মূল্যায়িত করছেন। আমরা অনেকেই প্রতিবন্ধিদের অবহেলা করে থাকি। কিন্তু জাতির জনকের কন্যা, মানবতার প্রধানমন্ত্রী প্রতিবন্ধিদেরকে আদর করে কোলে টেনে নিয়ে থাকেন। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরল এক দৃষ্টান্ত। যে কারনে পৃথিবী তাকে আজ মানবতার দু:সাহসিক প্রধানমন্ত্রী বলে আখ্যায়িত করছে। সিলেট জেলার বিশ^নাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রাম ও রামপাশা ইউনিয়নের প্রতিবন্ধির সংখ্যা অস্বাভাবিক, জেলা প্রশাসনের এমন তথ্যের ভিত্তিতে প্রধানমন্ত্রী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতিবন্ধি পরিবারদের মধ্যে ঈদ সামগ্রী প্রেরণ করেন। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) রামপাশা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। জেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত এ পূরো অনুষ্টানটি পরিচালনা করেন, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।
অনুষ্টানে বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া, পংকি খান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী চেয়ারম্যান, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন। অনুষ্টানে রামপাশা ইউনিয়নের ৪৬১ জন প্রতিবন্ধীদের মধ্যে প্রধানমন্ত্রীর দেয়া প্রত্যেকটি পরিবারকে নগদ আড়াই হাজার টাকা, ১টি লুঙ্গি ও ১টি শাড়ি, ১০ কেজি চাল, মশুর ডাল, লবণ, চিড়া, চিনি, সয়াবিন তেল ও নুডুলস সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। শুধু তাই নয় এ ইউনিয়নের দারিদ্র বিমোচন, স্যানিটেশন, স্বাস্থ্য, শিক্ষ সহ বিভিন্ন ধরনের নির্দেশনা প্রদান করেন। একজন রাষ্ট্রপ্রধান হয়ে শেখ হাসিনা প্রত্যন্ত অঞ্চলের একটি ইউনিয়নের প্রতিবন্ধিদের খোজ খবর নেয়ায় সমগ্র সিলেটে প্রধানমন্ত্রীর প্রতি সহানুভতি ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। মূলত প্রধানমন্ত্রীর এই অনুদানের মাধ্যমে শেখ হাসিনা জাতির পিতা বন্ধবন্ধুর সোনার বাংলা গঠনের চিন্তা চেতনার বাস্তবে রূপদান করছেন