নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোর ৫টায় সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রফিকুল ইসলামের নেতৃত্বে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক, বিদায়সুলপানি গ্রামের রিয়াজ আলীর ছেলে সিরাজুুল ইসলাম (৫২), উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা, সরিষপুর গ্রামের জয়দুু মিয়ার ছেলে রফিক মিয়া (৪০) ও বিশ্বনাথ পৌর স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম সম্পাদক, পূর্ব জানাইয়া গ্রামের আবুল কালামের ছেলে শামীম উরফে চাক্কু শামীম (৩২)।
আওয়ামী লীগ সরকারের পতনের আগের দিন অর্থাৎ ৪আগষ্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি প্রতিহত করতে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা সদরে দেশীয় অস্ত্রসহ অবস্থান নেয় এবং বাসিয়া ব্রিজের উপর, আল-হেরার ব্যবসায়ী জামায়াত নেতা আমজাদ আলীর উপর হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখন করে। ভাঙচুর করে পোঁড়ানো হয় তার ব্যবহৃত মোটরসাইকেল। পরে তাকে ধাওয়া করে ভাঙচুর করা হয় আল-হেরা মার্কেটও। এ ঘটনায় তাদের সম্পৃক্ততা ছিলো।
ঘটনার পরদিন ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা আত্মগোপনে চলে যান। তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা হয় ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও হত্যা চেষ্টার অভিযোগে। আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিশ্বনাথ থানার ওসি রুবেল মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তিন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং আজ তাদেরকে সিলেট আদালতে প্রেরণ করা হবে।