অনলাইন ডেস্ক :: মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর মেয়াদ আগামী ৩১ মে শেষ হতে যাচ্ছে। তবে এই সময় বাড়াতে দেশটির সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
মঙ্গলবার (২১ মে) বিকেলে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এই কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, আমরা সময় বাড়ানোর জন্য মালয়েশিয়াকে চিঠি দিয়েছি। তবে সেই চিঠি দেওয়ার আগে আমরা বায়রার সাথে বসেছি, রিক্রুটিং এজেন্সির সাথে বসেছি, যাতে আগামী ৩১ মের মধ্যে যাদের লিগ্যাল ডকুমেন্ট আছে তারা যেন আবেদন করে। আমরা সে ব্যাপারে কার্যক্রম চালাচ্ছি।
জয়েট ওয়ার্কিং গ্রুপে বসার জন্য দেশটিকে বাংলাদেশের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল। তার কোনো জবাব এসেছে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, তাদের সাথে কথা হয়েছে, হবে, কোনো অসুবিধা নেই।