মহানবী (সা.) কে কটুক্তি ও ৪জন হত্যার প্রতিবাদে বিশ্বনাথে ছাত্র জমিয়তের মানববন্ধন

Uncategorized
শেয়ার করুন

স্টাফ রিপোটার : ভোলায় মহানবী মোহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তিকারীর দৃষ্টান্তমূলক শাস্তি ও পুলিশের গুলিতে ৪ জন হত্যার ঘটনা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবিতে ছাত্র জমিয়ত বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। গতকাল বাদ আসর বিশ্বনাথের স্থানীয় বাসিয়া ব্রিজে এ মানববন্ধন অনুষ্টিত হয়। উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা হাবিবুর রহমান ফারুকের সভাপতিত্বে ও উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক ইমরান আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সহ সভাপতি ও হেফাজতে ইসলাম বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মাওলানা কামরুল ইসলাম ছমীর, উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা হাসান বিন ফাহিম, উপজেলা ছাত্র জমিয়তের সহ সাধারণ সম্পাদক হাফিজ ফরিদ আহমদ ফেরদাউস, স্কুল-কলেজ বিষয়ক সম্পাদক আব্দুন নূর,অলংকারী ইউনিয়ন ছাত্র জমিয়তের আহ্বায়ক আব্দুস সবুর প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সহ-সম্পাদক মাওলানা নূরুল ইসলাম, উপজেলা যুব জমিয়তের সহ-সভাপতি মাওলানা সাদ উদ্দীন, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা হিফজুর রহমান, সাবেক সহ-সভাপতি মাওলানা মুখতার হুসাইন, বর্তমান সহ-সভাপতি মাওলানা শামীম আহমদ, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুখতার, সহ-সাংগঠনিক সম্পাদক সালমান চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক সাঈদ আহমদ, দশঘর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ওলীউর রহমান, সদর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম। বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। এদেশে দেশের ৯০ ভাগ মানুষের জীবণের চেয়েও প্রিয় মানবতার নবী মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি উস্কানীমূলক। উগ্র এ হিন্দু যুবক মহানবীকে কটাক্ষ করে বিশ্বে কোটি মুমিনের হৃদয়ে আঘাত করেছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। বক্তারা ভোলায় শান্তিপূর্ণ সমাবেশে পুলিশী হামলায় ৪ জন নিহত ও অর্ধশতাধিক আহতের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অনতিবিলম্বে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানান।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *