বিশ্বনাথ নিউজ বিশ্বনাথ সেরা হাফেজ : দ্বিতীয় দিনে ‘ইয়েস কার্ড’ পেলেন আরো ৩ প্রতিযোগী

ইসলাম বিশ্বনাথ সিলেট
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথ উপজেলায় প্রবাসীদের পৃষ্ঠপোষকতায় প্রথম বারের মতো অনুষ্ঠিত ‘বিশ্বনাথ নিউজ বিশ্বনাথ সেরা হাফেজ’ প্রতিযোগীর বাছাই পর্বের দ্বিতীয় দিনে ‘ইয়েস কার্ড’ পেয়েছেন আরোও ৩ প্রতিযোগী। রোববার (২৪ আগস্ট) পৌর শহরের নতুন বাজার এলাকাস্থ উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে শুরু হওয়া ৩ দিনের (২৩-২৫ আগস্ট) বাছাই পর্বের দ্বিতীয় দিনে অংশগ্রহন করা ১৩ প্রতিযোগীর মধ্যে ৩ জন প্রতিযোগী ‘ইয়েস কার্ড’ পেয়ে গ্র্যান্ড ফিনালে অংশগ্রহন করার জন্য মনোনীত হয়েছেন।

উপস্থাপক মোস্তাক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত ‘বিশ্বনাথ নিউজ বিশ্বনাথ সেরা হাফেজ’ প্রতিযোগীর দ্বিতীয় দিনে (২৪ আগস্ট) ইয়েস কার্ডপ্রাপ্তরা হলেন- হাফেজ মো. হাবিবুর রহমান, হাফেজ মো. তাহমিদ হোসাইন নাহিয়ান, হাফেজ মো. বজলুর রশিদ মাহদি।
প্রতিযোগীতার বাছাই পর্বের দ্বিতীয় দিনের বাছাই প্রক্রিয়া তদারকি করেন প্রতিযোগীতার পরীক্ষা নিয়ন্ত্রক হাফেজ মাওলানা খায়রুল ইসলাম। বাছাই শেষে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন প্রতিযোগীতার উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বিশ্বনাথ মোহাম্মদিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নূরুল হক।

সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে ‘বিশ্বনাথ নিউজ বিশ্বনাথ সেরা হাফেজ’ প্রতিযোগীর বাছাই পর্বের তৃতীয় ও শেষ দিনের প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। আর ৩ দিনের বাছাই পর্বে স্বেচ্ছাসেবকের দায়িত্বে রয়েছে রেসকিউ লাইফ ফাউন্ডেশন।

উল্লেখ্য, বিশ্বনাথনিউজ টোয়েন্টিফোর ডটকম আয়োজিত প্রতিযোগীতায় উপজেলার বিভিন্ন এলাকার ৪৪ জন প্রতিযোগী অংশ গ্রহন করেছেন। আর বাছাই পর্বের তিন দিনে ৩ জন করে ইয়েস কার্ডপ্রাপ্ত ৯ জন প্রতিযোগীকে নিয়ে পরবর্তিতে ‘গ্র্যান্ড ফিনাল’ অনুষ্ঠিত হবে। বিশ্বের বিভিন্ন দেশের ১৬ জন প্রবাসীর পৃষ্টপোষকতা অনুষ্ঠিত ‘বিশ্বনাথ নিউজ বিশ্বনাথ সেরা হাফেজ’ প্রতিযোগিতার ১ম স্থান অধিকারী প্রতিযোগী পুরস্কার হিসেবে পাবেন নগদ এক লাখ টাকা, ২য় স্থান অধিকারী প্রতিযোগী পুরস্কার হিসেবে পাবেন নগদ ৫০ হাজার টাকা ও ৩য় স্থান অধিকারী প্রতিযোগী পুরস্কার হিসেবে পাবেন নগদ ২৫ হাজার টাকা।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *