নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে নাঈম উদ্দিন (১৮), নামের এক এইচএসসি পরিক্ষার্থী নিখুঁজ হয়েছেন। গতকাল (১০জুলাই) রাত ১০টার দিকে বিশ^নাথ বাজার থেকে নিখোঁজ হয়। সে উপজেলার কাদিপুর গ্রামের সৌদি প্রবাসি সেলিম উদ্দিনের পুত্র।
নাঈমের মা ও তার স্বজনরা জানিয়েছেন, নাঈম গতকাল দক্ষিণ সুরমা সরকারি কলেজে পরিক্ষা দিয়ে বিশ্বনাথ নতুন বাজারস্থ মা লাইব্রেরিতে ব্যবসায়িক কাজ শেষে রাত অনুমান সাড়ে ৮টার দিকে বাড়িতে ফিরে। কিন্তু রাত সাড়ে ৯টার দিকে হটাৎ কে বা কারা তাঁকে মোবাইলে কল দিলে বাড়ীতে কোন কিছু না বলেই বিশ্বনাথ বাজার চলে আসে। কিন্তু গভীর রাত পর্যন্ত বাড়ীতে ফিরে না যাওয়ায় পরিবারের লোকজন চর্তুদিকে খোজাখুজি করতে থাকেন। কোথাও কোন সন্ধান না পেয়ে তাঁর মা শিবলি বেগম বিশ্বনাথ থানায় একটি সাধারন ডায়েরী করেন (জিডি নং৪৫৭)। নিখোঁজের সময় তার সাথে ০১৭১২২১৯৩৩০/০১৭৬৬০৪৩১০০ নম্বরের দুটি মোবাইল ছিল। গতকাল রাত পৌনে ১১টা থেকে বন্ধ আছে।
নাঈম বিশ্বনাথ বাজারে পড়ালেখার পাশাপাশি বিকাশের ব্যবসা করতো। ধারণা করা হচ্ছে, বিকাশের টাকা আত্মাসাৎ করার জন্য কৌশলে তাকে কল দিয়ে বাড়ী থেকে নিয়ে আসা হয়েছে।
বিশ্বনাথ থানার ওসি রমা প্রসাদ চক্রবর্তী বলেছেন, থানায় জিডি হয়েছে, পুলিশ তাকে উদ্ধারের চেষ্টা করছে।