বিশ্বনাথ ছাত্রলীগের প্রতিবাদ সভায় বক্তারাঃ একুৃশে আগষ্ট হত্যাকান্ডের রায় কার্যকর করার দাবী

Uncategorized
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলা যুবলীগের নির্বাচিত সভাপতি তারুণ্যের অহংকার শামীম আহমদ বলেছেন, জামাত-বিএনপি ২০০৪ সালে ২১ আগষ্ট গ্রেনেড হামলা করে তৎকালিন বিরোধী দলীয় নেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগের শীর্ষ নেতাদের হত্যা করে আওয়ামীলীগকে নেতৃত্ব শুণ্য করতে গ্রেনেড হামলা করেছিল। কিন্তু মহান আল্লাহর কৃপায় অল্পের জন্য জাতির জনকের কন্যা শেখ হাসিনা প্রাণে বেঁেচ যাওয়ায় আজ তিনি বিশ্বের সেরা প্রধানমন্ত্রীর খ্যাতি অর্জন করেছেন। শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে হত্যার জন্য আরও ১৮বার হামলা করা হয়েছিল। আমরা জামাত-বিএনপির এসব হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং গ্রেনেড হামলার নিম্ন আদালতের রায় দ্রুত বাস্তবায়ন করার জন্য আইনমন্ত্রী’র দৃষ্টি আকর্ষণ করছি। ২১ আগষ্ট শনিবার বিশ্বনাথে উপজেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য, সিনিয়র সাংবাদিক ও কলামিষ্ট এএইচএম ফিরোজ আলী। তিনি বলেন, আওয়ামীলীগ প্রতিশোধের রাজনীতি করে না। শেখ হাসিনাকে হত্যার জন্য ১৯বার হামলা করলেও তিনি প্রতিশোধের কোন চিন্তা করেননি। ২০০১-২০০৬ পর্যন্ত সারা দেশব্যাপী জামাত-বিএনপি আওয়ামীলীগের উপর হামলার উৎসবে মেতে ছিল। কিন্তু শেখ হাসিনা সরকার গঠনের পর কোন প্রতিশোধ না নিতে সবাইকে সর্তক করে দিয়েছিলেন। এই সুযোগে জামাত-বিএনপি আওয়ামীলীগের রক্তের সাথে মিশে গিয়ে সকল অপকর্ম করে দল ও দেশের বদনাম করছে। চিহ্নিত অনুপ্রবেশকারীদের অবিলম্বে দল থেকে বহিস্কারে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
প্রতিবাদ সভা শেষে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরন ও রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা সিরাজ উদ্দিন।
বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পু’র সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা নোমান আহমদ এর পরিচালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফখরুল ইসলাম মতছিন, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা সামসাদুর রহমান রাহি, নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুফি সামছুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সিতার মিয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আহসান হাবিব নোয়াব আলী, সিলেট জেলা যুবলীগ নেতা সাজলু লস্কর, রেজাউল ইসলাম রেজা, রিপন সিংহ, রুহেল খান, যুবলীগ নেতা হুমায়ুন আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা বাবু সমর কুমার দাশ, মাস্টার হানিফ আলী, ছাত্রলীগ নেতা সাদিক আহমদ, মাছুম খান, রাজন আহমদ, তারেক আহমদ, শোয়েব আহমদ, তোফাজ্জুল হোসেন, নুরুল ইসলাম নাহিদ, শিপন খান, ছয়েফ আহমদ সোহাগ, কামরুল ইসলাম, মিছবা আহমদ, জাকির আহমদ, রকিব আহমদ, মঈনুদ্দিন, রুবেল দেব, আবুল কাহার, মামুন আহমদ, তানভীর আহমদ, আব্দুল্লাহ প্রমুখ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *