ডাক ডেক্স : সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। (১নভেম্বর) রোববার সকাল ১১ টায় উপজেলা বিআরডিবি হল রোমে এ সভা অনুষ্টিত হয়। সভায় দুর্নীতি কমিশন (দুদক) সিলেট বিভাগীয় পরিচালক আব্দুল্লাহ-আল-জাহিদ বলেছেন, উন্নত বাংলাদেশ গড়তে রাষ্ট্রের প্রতিটি বিভাগে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। শুদ্ধাচার ও সততার চর্চার মাধ্যমে সকল প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ঘুষ দাতা-গ্রহিতা দুজনই সমান অপরাধী। দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দুদক পরিচালক বলেন, দুর্নীতির অভিযোগ তুলে ধরার প্লাটফর্ম হচ্ছে দুদক। আর দুর্নীতি প্রতিরোধ কমিটি তার সহযোগী সংগঠন। সুশাসন প্রতিষ্ঠায় দুর্নীতি দমনে প্রধানমন্ত্রী ঘোষিত জিরো ট্রলারেন্স বাস্তবায়নে কাজ করছে কমিশন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ এ কে এম মনোওর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ নেছার আহমদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বার্ণালী পাল, দুদক সিলেট জেলার উপ-পরিচালক মো: নুরে-ই-আলম, সহকারী পরিচালক ইসমাইল হোসেন।
এসময় উন্মোক্ত আলোচনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা, থানা ভারপাপ্ত কর্মকর্তা মো: শামীম মুসা, উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: সফিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুর রহমান, উপজেলা প্রকৌশলী মো: হারুনুর রশীদ ভূঁইয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, দুর্নীতি প্রতিরোধ কমিটি বিশ্বনাথ উপজেলা শাখার সহ-সভাপতি কবি সাইদুর রহমান সাঈদ, সদস্য মো: মধু মিয়া, মঈনুর রহমান, মতছির আলী, কামাল বাজার ফাজিল মাদ্রসার সততা সংঘের উপদেষ্ঠা প্রভাষক কামরুজ্জামান চৌধুরী, উপজেলা দুর্নীতি প্রতিরাধ কমিটির সদস্য সৌমিত্র ধর, রামপাশা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক নবীন সোহেল, উপজেলা সমবায় কর্মকর্তা কৃষ্ণা রাণী তালুকদার, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা বাবুল চন্দ্র দে, পল্লী উন্নয়ন কর্মকর্তা এম এ ফয়সাল চৌধুরী, আনসার ভিডিপি কর্মকর্তা আমির হোসেন, তথ্যসেবা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা নান্টু মোহন চন্দ্র, সহকারী উপ-পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান রায়সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ।