বিশ্বনাথ নিজস্ব প্রতিবেদক:: সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের নির্বাচনে আর মাত্র ৭দিন বাকি থাকলেও জমে ওঠেনি নির্বাচন। অধিকাংশ ভোটাররা এখন পর্যন্ত ভোটের তারিখ প্রার্থীর পরিচয় এবং কয়টি ভোট দিতে হবে তা জানেননি। প্রতিদিন বিকাল থেকে রাত অবদি প্রত্যেক প্রার্থীর প্রচার প্রচারণা থানা সদরেই সীমাবদ্ধ। মাইকের প্রচন্ড শব্দে অনেকেই দু’কান বন্ধ করে রাস্তায় চলাচল করতে দেখা যায়। হাট বাজার, হোটেল রেস্তুরায় গ্রামে গ্রামে নির্বাচনের তেমন আমেজ লক্ষ্য করা যায়নি। চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান প্রার্থীরা দল বেঁধে না গিয়ে এককভাবে প্রচারণা চালাচ্ছেন।
গত কয়েক দিনে বৃষ্টিপাত হওয়ায় প্রার্থীদের পোস্টার ভিজে মাটিতে পড়ে যায়। কোন প্রার্থীদের পোস্টার পুনরায় লাগানো হচ্ছে। ভোটাররা কাকে ভোট দিবেন কারও নিকট কথা প্রকাশ করছেন না। যারা যাচ্ছেন তাদের সবাইকে ‘ইনশাআল্লাহ’ দেখা যাবে আপনি বিবেচনায় আছেন বলে বিদায় করে দিচ্ছেন। এমতাবস্থায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পুরুষ মহিলা প্রার্থীরা ভোটের হিসাব নিকাশ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৬জন ও বিএনপির ৩জন প্রার্থী রয়েছেন।
বিএনপি আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে কার সাথে কার প্রতিদ্বন্দ্বিতা হবে সে বিষয়টি না হওয়া গেলেও শেষ পর্যন্ত ভোটের ঘরে আওয়ামী লীগ-বিএনপির লড়াই হবে। আওয়ামী লীগকে একক প্রার্থীর জন্য চেষ্টা করা হলেও গায়েবি ইঙ্গিতের কারণে একক প্রার্থী করা সম্ভব হয়নি। এ নিয়ে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভাজন হয়ে পড়েছেন। শেষ মেষ অতি নিরবে বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচন সমাপ্তির পথে। ভোটের গননা ছাড়া চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে কারা বিজয়ী হবেন তা জানা মোটেই সম্ভব নয়।