ডাক ডেক্স : বিশ্বনাথ সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার মো: ইউনুছ আলী ও তার পরিবারের যে কোন সদস্যকে প্রাণনাশের হুমকি দিয়েছে জানাইয়া গ্রামের মৃত মনির আলীর পুত্র নাজিম উদ্দিন। এ ব্যাপারে ইউনুছ আলী বাদি হয়ে গতকাল (২৯জুন) শনিবার, সন্ধায় বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন (ডায়েরী নং-১৩৬০)।
ডায়েরীতে উল্লেখ রয়েছে, একই গ্রামের একজন পেশাদার সন্ত্রাসী। তার আচার আচরণ অত্যন্ত খারাপ। তার কোন আয়ের উৎস নেই। প্রায় সময় মানুষের সাথে ঝগড়া বিবাদ করে থাকে, মানুষের সাথে অযথা ঝগড়া ফসাদ করায় আমি একজন গ্রামের মেম্বার হয়ে তাকে এসব কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেই। কিন্তু সে আমার কথা না শুনে আমাকেও হুমকি দেয়। গত (২৬জুন) বুধবার সন্ধ্যার পূর্বে ৬.৩০ মিনিটের সময় বিশ্বনাথ নতুন বাজারস্থ সবজি বাজারে উক্ত নাজিম উদ্দিন আমার গ্রামের সুজন মিয়া, ফারুক মিয়ার সামনে আমার ছোট ভাই আরিছ আলীকে পেয়ে অশ্লীল ভাষায় গালি-গালাজ ও হুমকি দেয়। ওই দিন বুধবার রাত সাড়ে ৯টার দিকে আমি আমার মুঠোফোন থেকে তার মুঠোফোনে কল দিয়ে বিষয়টি জানতে চাইলে আমাকেও আমার ভাইকে বিশ্বনাথ বাজারে যে কোন স্থানে পেলে খুন করবে বলে হুমকি দেয়। আমি বিষয়টি জানাইয়া গ্রামের জমসিদ আলী, সাবেক ইউপি সদস্য নুরুল হক, বশারত আলী বাছা, রফিক আলী, আশক আলীও আফরোজ আলীকে অবগত করি। উক্ত নাজিম উদ্দিনের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় বিশেষ ক্ষমতা আইনে কয়েকটি মামলাও রয়েছে। (মামলা নং-৮, তারিখ ৩মার্চ ২০১৫ইংরেজী)। বর্তমানে উক্ত নাজিম উদ্দিন আমি ও আমার পরিবারের যে কোন সদস্যকে মারামারি কিংবা মিথ্যা মামলা মোকাদ্দমা দিয়ে হয়রানি করতে পারে। তিনি বিষয়টি ভবিষ্যৎ প্রয়োজনে থানায় সাধারণ করে করে রেখেছেন।
এব্যাপারে অভিযুক্ত নাজিম উদ্দিনের সাথে যোগাযোগ করার চেষ্ঠা করা হলে তার মোবাইল (০১৭৬০-২৩১৮৫৮) বন্ধ পাওয়া যায়।