বিশ্বনাথে বাক প্রতিবন্ধি কৃষকের ৪টি গরু চুরি

অপরাধ বিশ্বনাথ
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার বন্ধুয়া  (দক্ষিন নোয়াগাও) গ্রাম থেকে এক অসহায় বাক প্রতিবন্ধি কৃষকের শেষ সম্বল ৪টি গরু চুরি করে নিয়ে গেছে চুরেরা। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) গভীর রাতে আব্দুল মতিনের গোয়াল ঘরের তালা কেটে গরুগুলো নিয়ে যায়।

জানাযায়, বাক প্রতিবন্ধি আব্দুল মতিন পেশায় একজন কৃষক। বেশ কিছু দিন ধরে অন্য এক ব্যক্তির কাছ থেকে তিনি (বর্গা) পালক হিসেবে দুটি গরু লালন পালন করে আসছেন। দুটি গরুসহ মোট ৪টি গরু গতরাতে ঘরের তালা কেটে চোরেরা চুরি করে নিয়ে যায়। ৪টি গরুর মধ্যে একটি লাল রংয়ের গাভী, নেরা লাল ১টি ষাড়, ১টি সাদা ষাড় ও ১টি লাল গভী বাছুর রয়েছে।

আব্দুল মতিন জানান, প্রদিতিনের ন্যায় তিনি বুধবার রাতে গোয়ালঘর তালা দিয়ে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে দেখতে পান গোয়াল ঘরের তালা কাটা। বাক প্রতিবন্ধি আব্দুল মতিনের গরু চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অসহায় কৃষকের এই চারটি গরু ছাড়া আর কোন সম্বল নাই। এ ঘটনায় অসহায় এই পরিবারটি মানষিকভাবে ভেঙ্গে পডেছেন।  কোন সুহৃদয় ব্যক্তি গরুগুলোর সন্ধার পেয়ে থাকলে বা কোথাও ধরা পড়লে বিশ্বনাথ থানায় যোগাযোগ করলে অসহায় কৃষক উপকৃত হবেন।

বেশ কিছুদিন যাবৎ বিশ্বনাথে বেপরোয়া হয়ে উঠেছে গরু চোরেরা। তাদের আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন এলাকার মানুষ। প্রতিরাতেই কোনো না কোনো এলাকায় হানা দিচ্ছে সংঘবদ্ধ চোরের দল। গরু চুরি করে নাম্বরবিহীন ট্রাক,  পিকাপ, সিএনজিতে উঠিয়ে দেদারছে নিয়ে যাচ্ছে বিশ্বনাথসহ বিভিন্ন উপজেলায়। অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্তরা প্রতিকার না পাওয়ার আশঙ্কায়  বা পুলিশের গাফিলতির কারনে থানায় অভিযোগ দিতে রাজি হননি। ফলে চোরের দল পার পেয়ে যাচ্ছে নির্বিঘ্নে।

অভিযোগ রয়েছে, পুলিশের নজরদারির অভাব আর রাত্রিকালীন টহল না থাকার কারণে চুরি ঠেকানো সম্বব হচ্ছেনা।

উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ বলেন, প্রতি রাতে গরু ঘরে চোরের দল হানা দিয়ে থাকে। আমরা যাদের গরু রয়েছে, তারা নিজ দায়িত্বে রাত জেগে পাহারা দিয়ে থাকি।

গরু চুরি বেড়ে যাওয়া প্রসঙ্গে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জিএনামুল হক চৌধুরী  বলেন, থানায় গরু চুরির কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পুলিশের নজরদারি বৃদ্ধি করা হবে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *