আব্দুস সালাম, সিলেটের বিশ্বনাথ খাজাঞ্চি নদীর উপর নির্মিত বাঁশের সাঁকোটি ভেঙ্গে যাওয়ায় উপজেলা সদরের সাথে ৪টি ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। খাজাঞ্চি ইউনিয়নের বিলপার গ্রামের দক্ষিণ পাশে ও রামপাশা ইউনিয়নের আশুগঞ্জ বাজারের নিকটবর্তী স্থানে এ বাঁশের তৈরী সাঁকোটি ছিল। এতে কোন প্রাণহাণি না ঘটলেও আশুগঞ্জ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের চরম দূভোগ পোহাতে হচ্ছে। খাজাঞ্চি, লামাকাজি, রামপাশা ও অলংকারি ইউনিয়নের কয়েক হাজার মানুষ এ সাঁকো দিয়ে আসা যাওয়া করতেন। হঠাৎ (২৯জুন) শনিবার দুপুরে সাঁকোটি নদীগর্ভে চলে যায়। এতে অধিকাংশ শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে আসতে পারেনি।
১৯৮০ সাল থেকে বিলপার পশ্চিম হাটির মসজিদ থেকে সোজা আশুগঞ্জ স্কুল এন্ড কলেজের সাথে সংযোগের জন্য নদীর উপর একটি ব্রিজ নির্মানের জন্য এলাকাবাসি দাবি করে আসছিলেন। কিন্তু দীর্ঘ দিনেও ব্রিজটি নির্মাণ করা হয়নি। প্রায় ২ মাস পূর্বে স্থানীয় সরকার বিভাগের চীফ ইঞ্জিনিয়ার মো. খলিলুর রহমান ব্রিজের স্থানটি পরিদর্শন করে দ্রুত ব্রিজটি নির্মানের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু ব্রিজ নির্মাণের আগ পর্যন্ত বাঁশের সাঁকোটি মেরামতের জন্য এলাকাবাসি বিদ্যালয়ের গভর্নিং বডিকে বার বার অনুরোধ করলেও তারা সাঁকোটি মেরামত করেননি। যে কারনে সাঁকোটি ভেঙ্গে যায় এবং খাজাঞ্চি নদীর দু’ই তীরের প্রায় ২০টি গ্রামের উপজেলা ও জেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এ ব্যাপারে দ্রুত ব্রিজটি নির্মানের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেছেন এলাকাবাসি।