বিশ্বনাথে নামাজে যাওয়ার পথে বিএনপি নেতাকে কুপিয়ে জখম : ৯ জনের বিরুদ্ধে মামলা

অপরাধ বিশ্বনাথ
শেয়ার করুন

প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে তারাবির নামাজে যাওয়ার পথে কুপিয়ে গুরুত্বর জখম করেছে বিএনপি নেতা আব্দুল গনিকে। তিনি বিশ্বনাথ উপজেলা কৃষক দলের সদস্য ও রামপাশা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি। তিনি পাঁচঘরি গ্রামের বাসিন্দা।

বুধবার (১২ মার্চ) রাত পৌনে ৮টার সময় পাটাকইন গ্রামের ইয়াবা সম্রাট তবারক আলীর পাড়ির পাশে আজমান আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত আব্দুল গনি সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় বুধবার আব্দুল গনির ছেলে মোহাম্মদ মাছুম আহমদ বাদী হয়ে সিলেটর কুখ্যাত ইয়াবা সম্রাট তবারক আলীকে প্রধান আসামি করে ৯ জনের বিরুদ্ধে (মামলা নং ১০, তারিখ ১৩/০৩/২৫ইং) দায়ের করেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন, পাঠাকইন গ্রামের মৃত আলকাছ আলীর ছেলে তবারক আলী (৪০), ময়না মিয়ার ছেলে চুনু মিয়া (৪৫), আইয়ুব আলীর ছেলে সুহেল আহমদ (৩৫), জুয়েল আহমদ (৩০), সিকন্দর আলীর ছেলে রইছ আলী (৫০), হেলাল আহমদের ছেলে শাওন আহমদ (২২), ময়না মিয়ার ছেলে জলাল মিয়া (৩২), পংকি মিয়া (৫৫), মনোহরপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে ওয়াহিদ মিয়া (৩২)। এছাড়া মামলায় আরও অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে বাদী উল্লেখ করেছেন, পূর্ববিরোধের জেরে বুধবার (১২ মার্চ) রাত পৌনে ৮টার দিকে তার বাবা আব্দুল গণি মিয়া তারাবির নামাজ পড়তে যাওয়ার সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার পথরোধ করেন। এক পর্যায়ে প্রধান অভিযুক্ত তবারক আলীর নির্দেশে চুনু মিয়া কুড়াল দিয়ে পেছন থেকে তাঁর বাবার ওপর আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। এরপর আরও অন্য অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করেন।

হামলার এক পর্যায়ে তাঁর বাবা মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তরা তাকে হত্যার চেষ্টা চালায় এবং ঘটনাস্থলে থাকা মাসুক মিয়াকে হুমকি দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত গণি মিয়াকে উদ্ধার করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘মামলার ৫ নাম্বার আসামী রইছ আলীকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদেরকে গ্রেফতার করতে তৎপর রয়েছে পুলিশ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *