বিশ্বনাথে দরজা জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অপরাধ বিশ্বনাথ
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের ভাটগাঁও গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাকির হোসেনের ঘরের দরজা-জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তাদের আলমিরা থেকে ৪ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৬০ হাজার টাকা লুট হয়েছে। জাকির হোসেনের পরিবারের বক্তব্য একদল ডাকাত তাদের ঘরে প্রবেশ করে সবকিছু লুট করে নিয়ে গেছে।

এ ঘটনায় মিজান আহমদ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে থানায় সাধারন ডায়েরী করেছেন।

পরিবারের লোকজন জানান , প্রতিদিনের ন্যায় রবিবার রাতের খাবার খেয়ে পরিবারের সকল সদস্য নিজ নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। অনুমান রাত ৩টার দিকে দরজা জানালা ভাঙ্গার শব্দ শোনে হাক চিৎকার করলে ডাকাতরা পালিয়ে যায়। ডাকাতরা ঘরের আলমিরাসহ বিভিন্ন আসবাবপত্র ভেঙ্গে সাড়ে ৩ ভরি স্বর্ণ, নগদ ৬০হাজার টাকা, একটি স্মার্ট ফোন ওপপো-A3X, এছাড়াও বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ করতে গেলে চুরির ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়।

এ ব্যাপারে থানার ওসি এনামুল হক চৌধুরী জানান, চুরির ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *