প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন এলাকায় দিনে ও রাতে প্রায়ই ঘটছে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। চুরি, ডাকাতির ও ছিনতাইয়ের ভয়ে আতংকে রাত যাপন করছেন বিশ্বনাথবাসী।
এ উপজেলা গত ১মাসে ২০টিরও বেশি চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় থানায় মামলাও হচ্ছে না, বা আইনি সহায়তা পাচ্ছেন না ভুক্তভোগীরা। মানুষ চোর হাতেনাতে ধরে থানায় দিতে গেলেও পড়েন নানা সমস্যায়।
গত ৮অক্টোবর দিবাগত রাতে খাজাঞ্চি ইউনিয়নের ভোলাগঞ্জ গ্রামের আব্দুশ শহীদের গ্যারেজ থেকে সিএনজি অটোরিকশা চুরি, ২১অক্টোবর বিকাশ বিশ্বনাথ জোনের ডিস্ট্রিবিউশন সেলস অফিসারের সাথে থাকা ৩লাখ টাকা ছুরিকাঘাত করে ছিনতাই, ২২অক্টোরবর টেংরা গ্রামের রজব আলী ঠিকাদারে মোটর সাইকেল চুরি, ৩০অক্টোবর রাতে দশঘর ইউনিয়নের ময়নাগঞ্জ বাজারে শেখ মহল কমিউনিটি সেন্টার থেকে ল্যাপটপ, সিসিটিভি, লাইটসহ মূল্যবান সামগ্রী চুরি, ১নভেম্বর রাতে শ্রীধরপুর গ্রাম থেকে দুটি গাড়ল ও ১টি ঠেলাগাড়ি চুরি, ২৮অক্টোবর কান্দিগাঁও গ্রামের গিয়াস উদ্দিনের বাড়ি থেকে মোটর সাইকেল চুরি, ৩নভেম্বর খাজাঞ্চি ভোলাগঞ্জ গ্রামের ফিরুজ আলীর বাড়ি থেকে মোটর সাইকেল চুরি, একই রাতে লামাকাজী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের কাতার প্রবাসী বিলাল আহমদের ঘরের গ্রিল কেটে একদল ডাকাত ডাকাতির চেষ্টা করে। লোকজনের হাক চিৎকারে তারা পালিয়ে যায়। ৭নভেম্বর রাতে বিশ্বনাথ ইউনিয়নের সরুওয়ালা ননকি পাড়া গ্রামের প্রবাসী শফিক মিয়ার ৩টি গরু চুরি, ৮নভেম্বর ইলামেরগাঁও গ্রামের সানজব আলীর বাসার গ্রিল কেটে নগদ ১লাখ ২০হাজার টাকা ও ১০ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। ইতিপূর্বে কিশোরপুর গ্রামের মাওলানা হাবিবুর রহমানের ১টি মোটর সাইকেল চুরি, তেঘরী গ্রাম থেকে গরু চুরি করার সময় ধাওয়া খেয়ে পালিয়ে যায় একদল চোর , হাবড়া বাজারের সুমন নুরের দোকানে চুরি সংঘটিত হয়। গত ৩মাসে উপজেলার বিভিন্ন এলাকার দোকান, মসজিদ, বাসা-বাড়ি থেকে পানির মোটর, টিউবওয়েলে পাম্পসহ বিভিন্ন ধরনের আসবাবপত্র প্রতিনিয়ত চুরি ঘটনা ঘটছে। অনেকেই পুলিশি ঝামেলা এড়াতে অনেক ঘটনা প্রকাশ করেন না। কিছু ঘটনায় থানায় অভিযোগ করলে পুলিশ কোন পদক্ষেপ নিচ্ছেনা বলে অভিযোগ রয়েছে।
এ উপজেলার আঞ্চলিক সড়ক দিয়ে চিনি, নাসির বিড়ি, মদ, গাজা, হিরোইন, কসমেটিক্স, ও কাপড়ের চোরাচানি ব্যবসা জমজমাট। স্থানীয় জনসাধারণের অভিযোগ এবস অপরাধ দেখেও না দেখার ভার করছে থানা পুলিশ।
অপরাধের ঘটনা বৃদ্ধি পাওয়ায় অনেক প্রবাসি নিজের বাড়ি-ঘরে আসতে অনিহা প্রকাশ করছেন। বলা আবশ্যক যে, প্রবাসী অধ্যুষিত এ উপজেলা প্রবাসিরা প্রতি শীতকালে দেশে অবস্থান করে নিজের পুকুর বিল খালে মাছ ধরে সুটকি ও নিজ জমিতে ফলানো তরি তরকারি নিয়ে প্রবােেস যান।
এব্যাপারে বিশ্বনাথ থানার ওসি রুবেল মিয়া সাংবাদিকদের জানিয়েছেন, চুরি, ছিনতায়ের অভিযোগ থাকলেও থানায় মাত্র কয়েকটি অভিযোগ ও জিডি করা হয়েছে। চুরি ছিনতাই রোধে পুলিশ নিয়মিত কাজ করছে।